• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    পুজারা-বিজয়ের সেঞ্চুরিতে ভারতের নিয়ন্ত্রণ

    পুজারা-বিজয়ের সেঞ্চুরিতে ভারতের নিয়ন্ত্রণ    

    দ্বিতীয় টেস্ট, নাগপুর
    টস- শ্রীলঙ্কা (ব্যাটিং)
    ২য় দিনশেষে 
    শ্রীলঙ্কা ১ম ইনিংস ২০৫ অল-আউট (চান্ডিমাল ৫৭, করুনারত্নে ৫১, আশ্বিন ৪/৬৭, ইশান্ত ৩/৩৭, জাদেজা ৩/৫৬)
    ভারত ১ম ইনিংস ৩১২/২(বিজয় ১২৮, পুজারা ১২১*, কোহলি ৫৪*, হেরাথ ১/৪৫)
    ভারত ১০৭ রানে এগিয়ে


    সুযোগ পেলে কিভাবে কাজে লাগাতে হয়? মুরালি বিজয় বলবেন, একটা সেঞ্চুরি করতে হয়। আগের টেস্টের বোলিং কন্ডিশনেও দৃঢ় টেকনিক দেখানো ব্যাটসম্যান একটু ব্যাটিং সহায়ক উইকেট পেলে কী করবেন? সেঞ্চুরি করবেন! চেতেশ্বর পুজারাও তাই করেছেন। দলের স্কোর যখন বেশ ভালই, দিনের শেষভাগে বিরাট কোহলি নেমে তো স্কোর বাড়িয়েই নেবেন দ্রুত! ২য় দিনশেষে নাগপুর টেস্টে তাই শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করছে ভারতের ব্যাটিং। 

    পুজারাকে পেয়ে যেন আরও জ্বলে উঠলেন বিজয়। পুজারা তার পুরোনো রান করার সঙ্গী, নিশ্চয়ই দলের বাইরে থেকে তাকে মিস করেছেন! দুজনের আজকের জুটি ২০৯ রানের। তারা হয়ে গেছেন ভারতের দ্বিতীয় উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিজয় পেয়েছেন ১০ম টেস্ট সেঞ্চুরি। আর পুজারার এটি ১৪তম। 

     

     

    তিন পেসার আর দুই স্পিনার, সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েছেন চান্ডিমাল। এর চেয়ে বলা ভাল, বোলার পরিবর্তনে বাধ্য করেছে বিজয়-পুজারার ব্যাটিং। দিনে একমাত্র সাফল্যের দেখা পেয়েছেন রঙ্গনা হেরাথ। তাকে সুইপ করবেন, করলেও কিভাবে করবেন, এ সিদ্ধান্তহীনতায় পড়ে ক্যাচ দিয়েছেন বিজয়। হেরাথের সাফল্যের দিনে বড় একটা ঝড় গেছে অফস্পিনার দিলরুয়ান পেরেরার ওপর দিয়ে। ৫.৫৭ হারে তিনি দিয়েছেন ১১৭ রান। 

    দিনশেষে অপরাজিত সেঞ্চুরিয়ান পুজারার রান ১২১। আর ৭০ বলে ৫৪ করে আরও একটি সেঞ্চুরির অপেক্ষায় কোহলি।