• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    কোহলির রেকর্ডের দিনে নাজেহাল শ্রীলঙ্কা

    কোহলির রেকর্ডের দিনে নাজেহাল শ্রীলঙ্কা    

    দ্বিতীয় টেস্ট, নাগপুর
    টস- শ্রীলঙ্কা (ব্যাটিং)
    ৩য় দিনশেষে 
    শ্রীলঙ্কা ১ম ইনিংস ২০৫ অল-আউট (চান্ডিমাল ৫৭, করুনারত্নে ৫১, আশ্বিন ৪/৬৭, ইশান্ত ৩/৩৭, জাদেজা ৩/৫৬) ও ২য় ইনিংস ২১/১ 
    ভারত ১ম ইনিংস ৬১০/৬ ডিক্লে. (কোহলি ২১৩, বিজয় ১২৮, পুজারা ১৪৩, রোহিত ১০২, পেরেরা ৩/২০২)
    শ্রীলঙ্কা ৩৮৪ রানে পিছিয়ে 


    কলকাতা টেস্টেই রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড ছুঁয়েছিলেন। এবার তাদেরকে পেছনে ফেললেন বিরাট কোহলি। নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতকের রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। সঙ্গে চার বছর পর সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মার ইনিংসে শ্রীলঙ্কাকে প্রায় ছিটকেই দিয়েছে ভারত। 

    গত বছর জুলাইয়ের আগে কোনও ডাবল সেঞ্চুরি ছিল না কোহলির। আর এই নভেম্বরে এসে তার নামের পাশে পাঁচ নম্বর ডাবল সেঞ্চুরিটি যুক্ত হলো, ভারতীয়দের মধ্যে তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে এখন শুধু শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেওয়াগের। গতকাল ৫৪ রানে অপরাজিত ছিলেন, দিলরুয়ান পেরেরার বলে সিঙ্গেল নিয়ে আজ পূর্ণ করেছেন ২০০। এর আগে সুরাঙ্গা লাকমালের বলে সিঙ্গেল নিয়ে ১০০ ছুঁয়েছেন। সেটা ছিল তার সেই মোলায়েম কবজির চিরায়ত ফ্লিকে। 

     

     

    এর আগে পুজারা তার ‘ড্যাডি সেঞ্চুরি’টা মিস করেছেন ৭ রানের জন্য। শনাকার ইয়র্কারের রক্ষণে চিড় ধরেছিল তার। তবে তার চেয়েও বেশি আক্ষেপ রাহানের। এমন ব্যাটিং উইকেট আর ভারতের রান-বন্যার দিনেও যে আউট হয়েছেন খুব দ্রুতই! বিদেশের মাটিতে দারুণ পারফর্ম করা রাহানে এখনও দেশের মাটিতে হারিয়ে খুঁজছেন নিজেকে! ২ রানে পয়েন্টে করুনারত্নকে ক্যাচ দিয়েছেন তিনি পেরেরার বলে। 

    একই ফিল্ডারকে একই বোলারের বলে ক্যাচ দিয়েছেন কোহলিও। তবে তার আগেই গড়েছেন রোহিতের সঙ্গে ১৭৩ রানের জুটি। এরপর কোহলি অপেক্ষা করেছেন রোহিতের সেঞ্চুরির জন্যই। তার সেঞ্চুরির পরই ঘোষণা করে দিয়েছেন ইনিংস। বিজয়, পুজারা, কোহলি, রোহিত সেঞ্চুরি পেলেন তাই একই ইনিংসে। এর আগে একই ইনিংসে চারজন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন ৩ বার। 

    কোহলির ডাবল সেঞ্চুরির দিনে ‘ডাবল সেঞ্চুরি’ হয়েছে পেরেরারও। ৩ উইকেট নেওয়ার জন্য তাকে বল করতে হয়েছে ৪৫ ওভার, শ্রীলঙ্কান অফস্পিনার রান দিয়েছেন ২০২। 

    ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই বোল্ড হয়েছেন সামারাবিক্রমা, ইশান্ত শর্মার বলে। বাকি সময়টুকু নিরাপদে কাটিয়েছেন থিরিমান্নে ও করুনারত্নে। তবে শ্রীলঙ্কাকে নিরাপদ অবস্থানে নিয়ে যেতে তাদের ব্যাটসম্যানদের করতে হবে অতিমানবীয় কিছুই!