অবশেষে 'বিশ্রাম' পাচ্ছেন কোহলি
টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন, প্রয়োজন হলেই ‘বিশ্রাম’ নেবেন। গত কয়েক বছরের ব্যস্ত ক্রিকেটসূচির পর শেষ পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি।
জানুয়ারি ২০১৫ থেকে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১১৩ ম্যাচ খেলা হয়ে গেছে কোহলির। কোহলির পর সবচেয়ে ম্যাচ খেলেছেন ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি(৯২ ম্যাচ)।
কোহলির অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। কোহলির জায়গায় দলে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার। গত কয়েক সিরিজের মতো এবারো ওয়ানডে দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার, 'বিশ্রামে' আছেন তাঁরাও। দলে নেই মোহাম্মদ শামি, উমেশ যাদবও।
১০ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজেই অধিনায়ক হিসেবে ফেরার কথা রয়েছে কোহলির।