• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    অবসরে যাচ্ছে শচীনের ১০ নম্বর জার্সিও?

    অবসরে যাচ্ছে শচীনের ১০ নম্বর জার্সিও?    

     

    শচীন টেন্ডুলকার ও ১০ নম্বর জার্সি, এ যেন একে অন্যের ‘প্রতিশব্দ’। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ওয়ানডেতে ১০ নম্বর জার্সি পড়েছেন শচীন। অবসর নেওয়ার পর কেটে গেছে ৪ বছর। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবার শচীনের মতো ‘অবসরে’ যেতে পারে তাঁর ১০ নম্বর জার্সিও!

     

     

     

    ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান শচীন। শেষবার ১০ নম্বর জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ২০১২ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে। পাঁচ বছরে ভারতের কেউই ব্যবহার করেননি এই জার্সি নম্বরটি। তবে পেসার শারদুল ঠাকুর গত আগস্টে নিজের অভিষেক ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। আর এতেই বাধে ‘বিপত্তি’। 'শচীন' হতে চাইছেন নাকি, এই কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে মজা করেছেন অনেকেই। শুধু তাই নয়, সতীর্থ রোহিত শর্মাও টুইটারে বলেন, “ঠাকুর, তোমার জার্সি নম্বরটা কত যেন?”

     

    শারদুল অবশ্য জানিয়েছিলেন, শচীনকে অনুকরণ নয়, বরং তাঁর জন্মতারিখের কারণেই এরকম জার্সি নম্বর নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্য নম্বর পাল্টে ৫৪ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি।

     

    বিসিসিআই বলছে, পাকাপাকিভাবে ১০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠানো হতে পারে, “এই জার্সি পরলে অনর্থক সমালোচনা শুনতে হয় ক্রিকেটারদের। তাই এটাকে অবসরে পাঠানোই উত্তম! ক্রিকেটাররাও এই ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ম্যাচ ছাড়া ‘এ’ দলের ক্রিকেটাররা এটা ব্যবহার করতে পারেন।” ২০১৩ সালের পর মুম্বাই ইন্ডিয়ানসও ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। 

     

     

     

    কিংবদন্তি খেলোয়াড়দের জার্সিকে ‘অবসরে’ পাঠানো নতুন কিছু নয়। ২০১৪ সালে হাভিয়ের জানেত্তির ৪ নম্বর জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নেয় ইন্টার মিলান। ওয়েস্ট হ্যামে ববি মুরের ৬ নম্বর জার্সি, এসি মিলানের পাওলো মালদিনির ৩ নম্বর জার্সি, বাস্কেটবল ক্লাব শিকাগো বুলসের মাইকেল জর্ডানের ২৩ নম্বর জার্সিও ‘অবসরে’ গেছে। যদিও মালদিনির ছেলে এখন বাবার জার্সি পরেই নামেন। ডিয়েগো ম্যারাডোনার অবসরের পর তাঁর ১০ নম্বর জার্সিকে তুলে রাখে আর্জেন্টিনা। পরবর্তীতে অবশ্য এরিয়েল ওরতেগা, হুয়ান রোমান রিকেলমে ও লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামেন।