• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    বিপিএলফেরত পেরেরাই লংকার অধিনায়ক

    বিপিএলফেরত পেরেরাই লংকার অধিনায়ক    

    এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, ছিলেন দারুণ ফর্মেও। তিনদিন আগে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ বলে ছয় মেরে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন দলকে। ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকা দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সেই থিসারা পেরেরাই। 

     

     

     

    চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর শ্রীলংকা দলের দায়িত্ব ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাঁর পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন থারাঙ্গা। তবে অল্প সময়ের জন্য টিকল তাঁর অধিনায়কত্ব। থারাঙ্গার অধীনে ভারতের বিপক্ষে ধবলধোলাইয়ের পর পাকিস্তানের কাছেও সিরিজ হেরেছে লংকানরা। থারাঙ্গা খেলতে না যাওয়ায় লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্বের ভার পড়েছিল পেরেরার কাঁধেই।

    বিপিএল পর্ব শেষ করেই দেশে ফিরেছেন পেরেরা। আজ বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হবেন। ১০ ডিসেম্বর ধর্মশালায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।