• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    তরুণদের টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে বললেন কোহলি

    তরুণদের টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে বললেন কোহলি    

    যুগটা এখন টি-টোয়েন্টির। আইপিএলের কল্যাণে পুরো ক্রিকেট বিশ্বের মতো ভারতেও তুমুল জনপ্রিয় ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটটি। ‘ধুমধারাক্কা ক্রিকেটের’ কারণে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎও এখন প্রশ্নের সম্মুখীন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন, তরুণ ক্রিকেটারদের উচিত টেস্ট ক্রিকেটেই বেশি মনোযোগ দেওয়া।

     

    টেস্টকে অবহেলা করার কোনো সুযোগ নেই বলেই মানছেন কোহলি, “আমি ভারতের সব উঠতি বয়সের ক্রিকেটারদের বলতে চাই, তোমরা অবশ্যই টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। এটা একজন ক্রিকেটারের ক্যারিয়ারের জন্যই ভালো।”

     

    তরুণরাই পারে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে, জানালেন কোহলি, “বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে টেস্টকে বাঁচিয়ে রাখতে হবে। এই মুহূর্তে টিকে থাকার লড়াই করছে টেস্ট। তরুণদের এগিয়ে আসতে হবে টেস্টকে বাঁচানোর জন্য। শুধু ভারতে নয়, ক্রিকেট খেলুড়ে সব দেশের তরুণরাই এগিয়ে আসবে এটাই আশা করছি।”

     

    এদিকে সাবেক ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদি খানিকটা ‘অভিযোগ’ করে বলছেন, বর্তমানে ঘরোয়া লিগের চেয়ে আইপিএলেই বেশি আগ্রহ সবার, “আমাদের সময়ে রঞ্জি ট্রফি, দিলিপ ট্রফিই ছিল জাতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা। এখন তো তরুণদের ঝোঁক আইপিএলের দিকেই বেশি। এছাড়া জাতীয় দলের হয়ে না খেললে রঞ্জি ট্রফিতে অন্তত খেলা উচিত। এটা খুব দুঃখজনক যে ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী নন।”