ফেরাটা মনের মতো হলো না স্টোকসের
প্রায় দুই মাস পর ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। তবে বেন স্টোকসের ক্রিকেটে ফেরাটা খুব একটা আশানুরূপ হয়নি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফির ম্যাচে ক্যান্টারবারি ক্লাবের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই সাজঘরে ফিরেছেন এই ইংলিশ অলরাউন্ডার। বল হাতেও নিতে পারেননি কোনো উইকেট।
ক্রিকেটে ফেরা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন গতকালই। সতীর্থদের সাথে অনুশীলনটাও ভালোই সেরেছিলেন স্টোকস। আজ অন্টাগোর বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যান্টারবারি। ৫ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে আসেন স্টোকস।
ব্যাটিংয়ে নেমে স্টোকস খেলেছেন মাত্র ৭ বল, করেছেন ২ রান। বাহাতি স্পিনার আনারু কিচেনের বলে ব্যাকফুটে মারতে গিয়ে বোল্ড হন তিনি। এতদিন পর খেলায় ফিরে এরকম আউটে যে খুব একটা খুশি হতে পারেননি, সেটা তাঁর মুখভঙ্গিই বলে দিচ্ছিল।
বোলিংয়ে এসেও কিছু করে দেখাতে পারেননি স্টোকস। ৯ ওভার বল করে দিয়েছেন ৪৯ রান। নিতে পারেননি প্রতিপক্ষের একটি উইকেটও। শেষ পর্যন্ত স্টোকসের দলকে ৩ উইকেটে হারিয়েছে অন্টাগো।
ক্যান্টারবারি ক্লাবের প্রধান নির্বাহী জেরেমি কারুইন বলছেন, তিনি আরও বেশি সময় স্টোকসকে ব্যাট করতে দেখতে চেয়েছিলেন, “তাড়াতাড়িই আউট হয়েছেন তিনি। আর কিছুক্ষণ দেখতে চাইছিলাম তাঁর ব্যাটিং।"