• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্টোকস

    ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্টোকস    

     

    নিষেধাজ্ঞার জন্য খেলতে পারছেন না অ্যাশেজ। প্রায় দুই মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর আবারও খেলায় ফিরছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগের ক্যান্টারবারি ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার দুদিন পরেই স্টোকস বলছেন, ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

     

     

     

    ক্লাবের হয়ে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিলেন। সতীর্থদের সাথে পরিচয়পর্বটা সেরে নেওয়ার পর ব্যাটিং, বোলিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। পড়ে সবার সাথে রাগবিও খেলতে দেখা গেছে স্টোকসকে।

     

    স্টোকস জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে নিজেকে ফিট রাখাই ছিল প্রধান চ্যালেঞ্জ, “আমি এই কয়েকদিন অনেক পরিশ্রম করেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। এই প্রথম এখানে খেলতে এসেছি, ক্লাবের হয়ে ম্যাচ জিততে চাই।”

     

    পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানান স্টোকস, “ক্লাবে যোগ দেওয়ার পর আজই প্রথম দেখা হলো সতীর্থদের সাথে। তাঁদের কয়েকজন আগেই আমি চিনি, কারণ ডারহামে তাঁরা কাউন্টি খেলছে। নতুন জায়গায় পরিচিত মুখ পাওয়া দারুণ ব্যাপার। কিছুদিনের মাঝেই খেলা শুরু হবে। ক্রিকেটে ফেরার প্রস্তুতিটা সেরে রাখছি।”

     

    ক্যান্টারবারি ক্লাবের বোর্ড ডিরেক্টর জানিয়েছেন, ক্রিকেটে ফেরার জন্য ‘ছটফট’ করছেন স্টোকস, “বেনের তো মাঠে নামার জন্য তর সইছে না। তাঁকে দেখে আমার ছোট বাচ্চাদের কথা মনে পড়ছে যারা খেলতে নামার জন্য এরকম করত!