আবারও ক্রিকেটে ফিরছেন স্টোকস
পানশালায় বাইরে সেই ঘুষি মারার ঘটনার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘নিষিদ্ধ’ আছেন। অ্যাশেজ স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যাওয়া হয়নি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। তবে দুদিন আগেই নিউজিল্যান্ডে এসেছিলেন পরিবারের সাথে। আজ জানা গেছে, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছেন স্টোকস।
নিউজিল্যান্ডের ক্লাব ক্যান্টারবারির সাথে চুক্তি হয়েছে স্টোকসের। ক্লাবটির প্রধান নির্বাহী জ্যাজ কারুইন বলছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এখানে খেলতে কোনো বাঁধা নেই তাঁর, "আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের তদন্ত শেষে তিনি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে পারবেন। আমি মনে করি অন্য ক্রিকেটারদের মতো তাঁরও অধিকার আছে খেলার। এখানে খেলার সুযোগ পেয়ে তিনিও উচ্ছ্বসিত। ইংলিশ ঘরোয়া ক্রিকেটেও খুব দ্রুতই ফিরবেন তিনি এমনটাই আশা করছি।"
পুলিশের তদন্তের পর আগামী মাসের পার্থ টেস্টেই ফিরতে পারেন স্টোকস, গতকাল থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছে। ইংল্যান্ড সতীর্থ ক্রিস ওকস বলছেন, স্টোকসের ফেরাটা হবে ইংল্যান্ডের জন্য সুখবর, “ইংল্যান্ড দল তাঁকে অ্যাশেজ খেলতে দেখতে চায়। একজন বন্ধু হিসেবে আমিও তাঁকে এখানে চাই। যদি সে সত্যিই দলে ফেরে তাহলে সবাই তাঁকে সাদরে গ্রহণ করবে। তাঁর মতো ক্রিকেটার দলে থাকলে বাড়তি শক্তি জোগাবে।”
দুই মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর খেলার ফিরতে যাচ্ছেন স্টোকস। ওকসের মতে, এটা তাঁর ক্যারিয়ারের নতুন এক সূচনা, “অনেকদিন খেলা থেকে দূরে ছিল সে। নতুন করে মাঠে ফেরা তাঁর জন্য দারুণ ব্যাপার। অনুশীলন করা আর ম্যাচ খেলার মাঝে অনেক তফাৎ। সে ক্রিকেট খুব ভালোবাসে। এটা ইংল্যান্ডের জন্যও ভালো সংবাদ। আমরা সবাই আশা করে বসে আছি, হয়ত কিছু একটা হবে! বলা তো যায় না তাইনা?”