• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের প্রতিপক্ষ পিএসজি, বার্সার চেলসি

    রিয়ালের প্রতিপক্ষ পিএসজি, বার্সার চেলসি    

    ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬- তে কে খেলছে কার বিপক্ষে? ফেব্রুয়ারির ১৩, ১৪ ও ২০,২১ তারিখ হবে প্রথম লেগের খেলা। ড্রয়ের পর শুরু হয়ে গেছে কিয়েভের ফাইনালের ক্ষণ গণনাও।

    দ্বিতীয় রাউন্ডেই রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের। লা লিগা ছেড়ে গেলেও তাই রিয়াল মাদ্রিদকে আরও একবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন নেইমার। 

     

     

    আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। বার্সেলোনার বিপক্ষে আগের ৭ দেখায় কোনোবারই হারেনি লন্ডনের ক্লাবটি। জিতেছে দুইবার, ড্র হয়েছে বাকি ৫ বার। বার্সার চিন্তার কারণ আছে আরও। চেলসির বিপক্ষে ৮ ম্যাচ খেলেও গোলের ঠিকানা খুঁজে পাননি লিওনেল মেসি! ক্যারিয়ারে অন্য কোনো ক্লাবের বিপক্ষে এমন 'বাজে' রেকর্ড নেই আর্জেন্টাইনের।     

    চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ঃ

    জুভেন্টাস- টটেনহাম হটস্পার 

    এফসি বাসেল- ম্যানচেস্টার সিটি 

    এফসি পোর্তো- লিভারপুল 

    সেভিয়া ম্যানচেস্টার ইউনাইটেড 

    রিয়াল মাদ্রিদ- প্যারিস সেন্ট জার্মেই 

    শাখতার দোনেতস্ক- এএস রোমা 

    চেলসি-বার্সেলোনা 

    বায়ার্ন মিউনিখ-বেসিকতাস