• " />

     

    প্রথম ম্যাচেই তামিমের বাজিমাত

    প্রথম ম্যাচেই তামিমের বাজিমাত    

     

    সংক্ষিপ্ত স্কোর-

    পখতুনস ১১১/৬ (তামিম- ৫৬*)

    টিম শ্রীলংকা- ৮৫/৭ ( হাসারঙ্গা ৩১) 

    ফলাফল- পখতুনস ২৭ রানে জয়ী 

     

    প্রথম ম্যাচে মাঠে নামতে পারেনি, সেবার শহীদ আফ্রিদি হ্যাটট্রিকে জয় পেয়েছিল পখতুনস। টি-১০ লিগে দলের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেছেন বাংলাদেশের তামিম ইকবাল। তাঁর ঝড়ো হাফ সেঞ্চুরিতেই টিম শ্রীলংকাকে ২৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পখতুনস।

     

     

     

    ওপেনিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন তামিম। ৫ চার ও ৪ ছক্কা য় তুলে নেন ফিফটি। ২৭ বলে তামিম করেছেন ৫৬ রান। ২০৭.৪০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে অপরাজিত থাকেন তামিম, দলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১১ রান। দারুণ এই ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন তামিম।

     

    জবাবে নির্ধারিত ১০ ওভার শেষে টিম শ্রীলংকা করে ৭ উইকেটে ৮৫ রান। ওয়ানিন্দু হাসারঙ্গা করেন দলীয় সর্বোচ্চ ৩১ রান।   

     

    তামিমের দল জয় পেলেও জিততে পারেনি সাকিব আল হাসানের কেরালা কিংস। পাঞ্জাবি লিজেন্ডেসের কাছে ৮ উইকেটে হেরেছে তাঁরা। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই অনুজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৬ বলে ৭ রান, আউট হয়েছেন ক্রিস জর্ডানের বলে। বোলিং করতে এসে করেছেন ১ ওভার, কোনো উইকেট না নিয়ে দিয়েছেন ১৪ রান।