• " />

     

    বাংলাদেশের সেই চোট এখনো কাটেনি ডু প্লেসির

    বাংলাদেশের সেই চোট এখনো কাটেনি ডু প্লেসির    

    বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। ব্যাটিংয়ের সময় পাওয়া ফাফ ডু প্লেসিকে সেই চোটের কারণে বিশ্রামে থাকতে হয়েছে প্রায় দেড় মাস। সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক চারদিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে পিঠের ইনজুরি এখনো পুরোপুরি ভালো না হওয়ায় সেই টেস্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ডু প্লেসির।

     

    অক্টোবরের শেষের দিকে পাওয়া সেই চোট ছয় সপ্তাহের মাঝেই ভালো হওয়ার কথা ছিল। এর মাঝে কাঁধের অস্ত্রোপচারও করেছিলেন ডু প্লেসি। দলের চিকিৎসক মোহাম্মেদ মোসাজি জানাচ্ছেন, আগামী কয়েক সপ্তাহেও পুরোপুরি সুস্থ হচ্ছেন না তিনি, “সামনের সপ্তাহে আমরা বুঝতে পারব তাঁর শরীরের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। তাঁকে হুট করে খেলায় ফিরিয়ে এনে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আগামী কয়েক মাসে ব্যস্ত সূচি আছে দক্ষিণ আফ্রিকার।"

     

     

     

    ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দিবারাত্রির চারদিনের টেস্ট দলে তাই ডু প্লেসির না থাকার সম্ভাবনাই বেশি। এই টেস্টে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও ক্রিস মরিস।

     

    আগামী ৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে ভারতের সাথে সিরিজ শুরু হচ্ছে। তিন টেস্ট, ছয় ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির আগে তাই ডু প্লেসিকে খানিকটা বিশ্রামেই রাখতে চাইছে দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট। এর মাঝে ঘরোয়া লিগের ওয়ানডে ম্যাচ খেলতে পারেন তিনি।