• " />

     

    নতুন সূচিতে ম্যাচ বাড়ল পাকিস্তানের

    নতুন সূচিতে ম্যাচ বাড়ল পাকিস্তানের    

    এফটিপিতে কম ম্যাচ পাওয়ায় নিজেদের অসন্তোষের কথাটা রাখঢাক না রেখেই বলেছিল পিসিবি। সব ফরম্যাট মিলিয়ে ১০৪ ম্যাচ পাওয়া পাকিস্তান জানিয়েছিল, আইসিসি তাঁদের সাথে ‘অন্যায়’ করেছে। ৬ দিনের মাঝেই তাঁদের ম্যাচসংখ্যা বাড়িয়ে নতুন সফরসূচি ঘোষণা করা হয়েছে। ক্রিকইনফো বলছে, প্রস্তাবিত নতুন এফটিপি অনুযায়ী সব ফরম্যাট মিলিয়ে ১২১টি ম্যাচ খেলবে পাকিস্তান।

     

     

     

    অন্য টেস্ট খেলুড়ে দেশ, এমনকি সহযোগী দেশের তুলনায় প্রথম এফটিপিতে পাকিস্তানের ম্যাচ তুলনামূলক ভাবে কম ছিল। পিবিসির চেয়ারম্যান নাজাম শেঠি এফটিপি ঘোষণার পরপরই জানিয়েছিলেন, আইসিসির অব্যবস্থাপনার কারণেই পাকিস্তান কম ম্যাচ পেয়েছে।

     

     

    ২৮ টেস্টের জায়গায় পাকিস্তান এখন ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলবে ৩০ টেস্ট। ওয়ানডের সংখ্যা ৩৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ এ। এই সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৪৮ টি, যা আগে ছিল ৩৮ টি।

     

    ওই কয়েক বছরে পাকিস্তানের ৪৬ শতাংশ ম্যাচ পড়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। ৩০ শতাংশ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ১৯ টি ম্যাচ খেলার সম্ভাবনাও আছে যদি দুই দেশের সম্মতি থাকে।

     

    পাকিস্তানের ম্যাচে সংখ্যা বাড়ার পাশাপাশি অন্যদের ম্যাচেও এসেছে কিছুটা পরিবর্তন। আগের চেয়ে দুটি টি-টোয়েন্টি বেশি খেলবে বাংলাদেশ, সব ফরম্যাট মিলিয়ে তাঁদের ম্যাচসংখ্যা এখন ১২৪। অস্ট্রেলিয়া সব মিলিয়ে খেলবে ১২৩টি ম্যাচ, দক্ষিণ আফিকা ১২২, নিউজিল্যান্ড ১১৯টি। ৭ টি টি-টোয়েন্টি ম্যাচ কমে যাওয়ায় ভারত খেলবে মোট ১৫২টি ম্যাচ। ৩ টি টি-টোয়েন্টি বেড়েছে ওয়েস্ট ইন্ডিজেরও, তারা খেলবে ১৪৯ টি ম্যাচ।