• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    হাথুরুকে 'পূর্ণ স্বাধীনতা' দেবে শ্রীলংকা বোর্ড

    হাথুরুকে 'পূর্ণ স্বাধীনতা' দেবে শ্রীলংকা বোর্ড    

     

    অনেক নাটকের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে শ্রীলংকার কোচ হয়েছেন। কাল আনুষ্ঠানিকভাবে শ্রীলংকা জাতীয় দলের কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলছেন, কোচ হিসেবে হাথুরু পূর্ণ স্বাধীনতা পাবেন।

     

     

     

    সব সিদ্ধান্তে হাথুরুর পাশে থাকবে বোর্ড, এমনটাই বলছেন সুমাথিপালা, “বিশ্বের অন্যতম সেরা কোচ নিয়োগ দিয়ে যদি তাঁকে স্বাধীনতাই দিতে না পারি, তাহলে এটার কোনো মানে হয় না। কাজটা আমাদের সবার চেয়ে তিনি ভালো বোঝেন। আমরা বিশ্বাস করি নিজের কাজটা দারুণভাবে সামলাবেন তিনি। শুধু জাতীয় দল নয়, অন্যান্য জায়গাতেও তিনি নিজের মতামত দেবেন। এই মুহূর্তে তিনিই শ্রীলংকার জন্য সেরা কোচ।”

     

    শ্রীলংকার ক্রিকেটের সুদিন ফিরিয়ে আনবেন হাথুরু, এটাই কামনা বোর্ড প্রেসিডেন্টের, “আমরা দলের জন্য কোচ খুজছিলাম। তখনই বিসিবির সাথে কথা বলে জানতে পারি যে হাথুরু নিজের দায়িত্ব ছাড়ছেন। সাথে সাথেই আমরা সুযোগটা লুফে নিলাম। তাঁর মতো কৌশলি কোচ পাওয়ার আমরা খুশি। লংকান ক্রিকেটের সুদিন তাঁর হাত ধরেই আসবে।”

     

    আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরের মাধ্যমেই কোচ হিসেবে যাত্রা শুরু হবে হাথুরুসিংহের।