শুরুটা ভালো হলো না বাংলাদেশের যুবাদের
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৪০.২ ওভারে ১৭০ ( সাইফ ৫৪, ভিলজোয়েন ৫/ ৩১)
ওটাগো এ ৩৫.৫ ওভারে ১৭৬/৪ ( ক্রডিস ৭৩, রবিউল ৩/১৬)
ফলাফল - ওটাগো এ ৬ উইকেটে জয়ী
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৯ দিন। বিশ্বকাপে অংশ নিতে এরই মাঝে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। সফরের শুরুটা অবশ্য ভালো হলো না সাইফ হাসানদের। ডুনেডিনে প্রস্তুতি ম্যাচে ওটাগোর এ দলের কাছে ৬ উইকেটে হেরেছে তাঁরা।
৩১ ডিসেম্বর ম্যাচটি খেলার কথা থাকলেও সেদিন খেলা হয়নি। আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে ২ রানের মাথায় ফেরেন নাইম শেখ। অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন দলকে পথ দেখাচ্ছিলেন ভালোভাবেই।
৮ চার ও ১ ছক্কায় সাইফ তুলে নেন ফিফটি। ভিসাভাদিয়ার বলে ফিরলে বিপদে পড়ে দল। আফিফ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন আমিনুল ইসলামকে নিয়ে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ ওভার বাকি থাকতেই সব উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। ভিলজোয়েন একাই ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার হাতে রেখেই জয় পায় ওটাগো। উদ্বোধনী জুটিতে ১৫ ওভারের মাঝেই ক্রডিস- রাদারফোর্ড তোলেন ৮৮ রান। এরপর রবিউল হোক দ্রুত তিন উইকেট তুলে নিলেও জয় পাওয়া নিয়ে কখনোই শঙ্কা ছিল না। ভিসাভাদিয়া ৩০ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।