• " />

     

    দ্বিতীয় ম্যাচেও পারল না সাইফরা

    দ্বিতীয় ম্যাচেও পারল না সাইফরা    

    সংক্ষিপ্ত স্কোর

    ওটাগো এ ৫০ ওভারে ২৭৮/৩ ( হকিন্স ১৩৭*, ভিসাভাদিয়া ১১২*)

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  ৪৯.১ ওভারে ২৫৪ ( সাইফ ৫৪ ডাফি ৪/৭০)

    ফলাফল- ওটাগো এ ২৪ রানে জয়ী

     

    গতকাল কোনো লড়াই ছাড়াই হেরেছিল দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কিছুটা ভালো করলেও জয়ের মুখ দেখেনি সাইফ হাসানের দল। ডুনেডিনে ওটাগো এ দলের কাছে ২৪ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।

     

     

     

    ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। নাইম শেখ- সাইফ হাসান জুটি আশা দেখাচ্ছিল। জ্যাকব ডাফির জোড়া আঘাতে দুজনই ফেরেন অল্প রানের ব্যবধানে। দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। মাত্র ২৫ ওভারেই ১২৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

     

    সেখান থেকে আমিনুল ইসলাম ও মাহিদুল ইসলামের লড়াইটা শুরু। তাঁদের ৭৯ রানের জুটি কিছুটা হলেও জয়ের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। দুজনই হাফ সেঞ্চুরি করে ফিরলে সেই আশাও শেষ হয়ে যায়। শেষের দিকে কাজি অনিক শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন।

     

    দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ওটাগোর। ৯ রানেই তাঁদের দুই ওপেনারকে ফেরান হাসান মাহমুদ। এরপর হকিন্স ও ভিসাভাদিয়ার জোড়া সেঞ্চুরিতে বড় স্কোর দাড় করায় ওটাগো। দুজনই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন।