আইপিএলে দলই পেলেন না গেইল!
টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর বিধ্বংসী রূপটা প্রকাশ পায় সবচেয়ে বেশি। গত বছরের শেষে তাঁর ঝড়েই বিপিএল শিরোপা জেতে রংপুর রাইডার্স। আইপিএলসহ বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিস গেইলকে দলে ভেড়ানোর জন্য রীতিমত যুদ্ধ লেগে থাকে দলগুলোর মাঝে। সেই গেইলই কিনা এবারের আইপিএলের নিলামে কোনো দলই পেলেন না! আজকের নিলামে তাকে কিনতে চায়নি কোনো দলই।
গেইলের বেস প্রাইস ছিল ২ কোটি ৩০ লাখ টাকা। নিলামে তাঁর নাম আসার পর তাঁকে নেওয়ার জন্য একের পর এক দাম বলবেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা, এমনটাই আশা করেছিলেন সবাই। তবে সবাইকে খানিকটা অবাক করে কেউই আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত আজকের নিলামে অবিক্রীতই থেকে গেলেন গেইল।
গেইলের মতো দল পাননি ইংল্যান্ড অধিনায়ক জো রুট, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, অস্ট্রেলিয়ার মিচেল জনসন, শ্রীলংকার লাসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটাররা।
গেইলের দল না পাওয়ার দিনে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাড়ে ১৬ কোটি টাকায় তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি ৭০ লাখে কিনেছে দিল্লী ডেয়ার ডেভিলস। মিচেল স্টার্ককে ১২ কোটি ৩০ লাখে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।