• অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ
  • " />

     

    'একদিন টি-টোয়েন্টি ছাড়া আর কিছু থাকবে না'

    'একদিন টি-টোয়েন্টি ছাড়া আর কিছু থাকবে না'    

    যুগটা এখন টি-টোয়েন্টির। ‘সেকেলে’ টেস্ট ক্রিকেটের চেয়ে ‘ধুমধারাক্কা’ ফরম্যাটেই বেশি আগ্রহ ক্রিকেটারদের, অনেকেই জাতীয় দলের চেয়েও প্রাধান্য দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগকে। ‘কম সময়ে বেশি টাকা’, তরুণরা তাই বেশি ঝুঁকছে টি-টোয়েন্টির দিকেই। ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার ভবিষ্যৎবাণী করছেন, একদিন টি-টোয়েন্টি ছাড়া আর কিছু থাকবে না!

    টেস্ট ক্রিকেটকে ‘বাঁচানোর’ জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ, এসেছে দিবা রাত্রির টেস্ট, টেস্টে টাকা বাড়ানোর প্রস্তাবও তোলা হয়েছে। তবে এতকিছুর পরেও আগামী ১৫-২০ বছরের মাঝেই টেস্ট ক্রিকেট হারিয়ে যাবে বলে ধারণা বাটলারের, ‘আমার মনে হচ্ছে ভবিষ্যতে একটাই ফরম্যাট থাকবে, সেটা হলো টি-টোয়েন্টি। এখনও টেস্ট ক্রিকেট আমাদের সবার জন্য আদর্শ। তবে দর্শকরা টি-টোয়েন্টি বেশি দেখতে চায়, সেটা সবাই স্টেডিয়ামের অবস্থা দেখেই আঁচ করতে পারে। সবাই অল্প সময়ে বেশি বিনোদন চায়, যা টি-টোয়েন্টিই দিতে পারে।’

     

     

    বিপিএল, বিগ ব্যাশ, আইপিএলসহ বিভিন্ন লিগে খেলছেন বাটলার। কিছুদিন আগেই শেষ হওয়া অ্যাশেজ দলে জায়গা হয়নি তার, কবে দলে ফিরবেন সেটাও নিশ্চিত নয়। টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে অবশ্য কষ্টই পাবেন, ‘টেস্ট খেলতে আমি এখনও খুব ভালোবাসি। কর্তৃপক্ষ টেস্টকে আরও জনপ্রিয় করার পদক্ষেপ নেবে এটাই আশা করি। টেস্টের ইতিহাস শতবছর পুরনো, কেউই চাইবে না সেটা হারিয়ে যাক। টি-টোয়েন্টি খেলে আপনি কখনোই টেস্টের সেই স্বাদ পাবেন না।’