• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    লিটনের সর্বোচ্চ স্কোরে ম্লান আশরাফুলের 'প্রথম' সেঞ্চুরি

    লিটনের সর্বোচ্চ স্কোরে ম্লান আশরাফুলের 'প্রথম' সেঞ্চুরি    

    কলাবাগান ক্রীড়া চক্র  ৫০ ওভারে ২৯০/৪ (আশরাফুল ১০৪, তাইবুর ১১৪*, মানিক ২/৪৪)

    প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৪৫ ওভারে ২৯১/২ ( লিটন ১৪৩*, মার্শাল ৯১*, যতীন ২/৫৭)

    ফল- দোলেশ্বর ৮ উইকেটে জয়ী

    ম্যান অফ দ্যা ম্যাচ- লিটন দাশ


    পুরো স্কোর দেখুন 


    আশরাফুল-তাইবুরের জোড়া সেঞ্চুরিতে বড় স্কোর গড়েছিল কলাবাগান ক্রীড়া চক্র। তবে লিটন দাসের অপরাজিত ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংসে ম্লান হয়ে গেছে দুইজনের সেঞ্চুরিই। লিটন- মার্শাল আইয়ুবের ১৭০ রানের জুটিতে কলাবাগানকে ৮ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

    আট বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ১১ চারে ১৩১ বলে করেছেন ১০৪ রান। আর তাইবুর রহমান অপরাজিত ছিলেন ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে ১১৪ রানে। দুইজনের সেঞ্চুরির পাশাপাশি মুক্তার আলির ১৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ২৯০ রান করে কলাবাগান।

     

     

    ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমতিয়াজ হোসেন ও লিটন উদ্বোধনী জুটিতে তোলেন ৮৫ রান। এরপর অল্প কিছুক্ষণের মাঝে ২ উইকেট পড়লে কিছুটা চাপে পড়ে প্রাইম দোলেশ্বর। সেই চাপ ভালোভাবেই সামলান লিটন-আইয়ুব জুটি।

    ১৪ চার ও ৩ ছয়ে ১১৪ বলে ১৪৩ রান করে অপরাজিত ছিলেন লিটন। লিস্ট 'এ'-তে এটি তার ৫ম সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোরও। ৯ চার ও ২ ছয়ে ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন আইয়ুব। 

    ৭ বোলার ব্যবহার করেও সাফল্যের দেখা পেয়েছেন শুধু জতিন সাক্সেনা। এ হার দিয়ে টানা তিন ম্যাচই হারলো কলাবাগান।