• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    ১০ বছর পর টেস্ট খেলবে না বাংলাদেশ!

    ১০ বছর পর টেস্ট খেলবে না বাংলাদেশ!    

    টি-টোয়েন্টির যুগে টেস্টের ভবিষ্যৎ নিয়ে কম কথা হয়নি। ইংল্যান্ড ওয়ানডে দলের উইকেটকিপার জস বাটলারের মতো অনেকের মতেই আগামী কয়েক বছরে বিলুপ্ত হয়ে যাবে টেস্ট। এবার সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন বলছেন, ১০ বছর পর বাংলাদেশসহ চারটি টেস্ট খেলুড়ে দেশ শুধুই সংক্ষিপ্ত ফরম্যাট খেলবে! 

     

     

    ৫টি দেশ ছাড়া বাকি সবাই টেস্টের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে বলেই মানছেন পিটারসেন, ‘১০ বছর পর ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানই শুধু টেস্ট খেলবে। বাকিরা সাদা বলের ক্রিকেটেই মনোযোগ দেবে। আমার কথাটা সবাই মনে রাখবেন!’

     

    পিটারসেন ভবিষ্যৎবাণী করেছেন, বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অন্য টেস্ট খেলুড়ে দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরেই ওয়ানডে ও টি-টোয়েন্টির পেছনেই পুরো সময়টা দেবে।