পিএসএলে সাকিবের জায়গায় সাব্বির
পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান। পেশোয়ার জালমিতে খেলার কথা ছিল বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। তার জায়গায় ‘আংশিক কাভার’ হিসেবে যাচ্ছেন সাব্বির।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের কনিষ্ঠায় চোট পেয়ে ছিটকে গিয়েছেন সাকিব। খেলতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। এখন মিস করছেন পিএসএলও।
Bangladeshi all-rounder Shakib-al-Hasan will not take part in #HBLPSL 2018 due to a hand injury. Shabbir Rahaman from Bangladesh joined @PeshawarZalmi as Shakib's partial cover. pic.twitter.com/1zpfgZTKrB
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2018
প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সাব্বির। এমনিতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ রয়েছেন তিনি , খেলতে পারছেন না চলতি ঢাকা প্রিমিয়ার লিগও।
সাব্বিরের দল পেশোয়ারের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি, বাংলাদেশ সময় রাত ১১টায়, মুলতানের সঙ্গে।
সাব্বির ছাড়াও পিএসএলে খেলছেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।