বিসিবির চুক্তি থেকে বাদ সাব্বির, সঙ্গে নিষেধাজ্ঞা, জরিমানা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। জাতীয় লিগে দর্শক পেটানোর ঘটনায় এমন শাস্তির মুখোমুখি হলেন তিনি। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা, আর ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, এসব শাস্তি সাব্বির পাচ্ছেন সেটা নিশ্চিত, তবে মাত্রা বাড়তে পারে আরও।
আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সাব্বির শৃংখলাজনিত সমস্যাতে আছেন বেশ কিছুদিন ধরেই। গত বিপিএলে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল, এবারও গুণেছেন জরিমানা। শেষ সাব্বির আলোচনায় এসেছেন জাতীয় লিগে রাজশাহীর সঙ্গে ঢাকা মেট্রোর ম্যাচে। ম্যাচ চলাকালিন সময়েই তিনি দর্শককে পিটিয়েছেন, খারাপ আচরণ করেছেন ম্যাচ অফিশিয়ালদের সঙ্গেও। সাব্বির শাস্তি পেলেন সে ঘটনার জের ধরেই।
সব মিলিয়ে সাব্বিরের জন্য এটাই শেষ সুযোগ, ‘বোর্ড থেকে ক্রিকেটাররা ভাল টাকা পায়। সেখানে ২০ লাখ টাকা জরিমানা, ছয় মাস নিষিদ্ধ, এটা আর্থিক ক্ষতি। প্রিমিয়ার লিগ খেলতে পারবে না। এটা বড় আর্থিক ক্ষতি, কম না। আর ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে এটাও আছে, এবারই তাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার কথাও ভেবেছে তারা।’ গত চুক্তিতে গ্রেড 'বি'-তে ছিলেন সাব্বির।
মাঠের বাইরে নানা ঘটনা দিয়ে ক্রিকেটাররা আলোচনায় আসেন প্রায়ই। নাজমুল বলছেন, সাব্বিরের শাস্তিটা সবার জন্যই একটা বার্তা, ‘বছরের প্রথম দিনই যেভাবে পদক্ষেপ নিচ্ছি, কঠোর বার্তা দিচ্ছি, কাউকে ছাড় দেয়া হবে না। তাদের “ডিসিপ্লিন” মানতেই হবে।’
ক্রিকেটারদের আরও সতর্ক হতেও বলেছেন তিনি, ‘আমি মাশরাফি-সাকিবসহ আরও সিনিয়র ক্রিকেটারদের বলেছি, তারা এখন একেকজন “আইডল” হয়ে গেছে। ছোটরা তাদের অনুসরণ করবে, তারা বলবে বড় হয়ে তারা সাকিব-মাশরাফি-মিরাজদের মতো হতে চায়। তাই তাদের ভুল করা যাবে না।’