পাঁচ রানের জন্য ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ নাসিরের
ট্রিপল সেঞ্চুরি পেতে লাগত ৩০ রান। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের চতুর্থ দিনে এই মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন নাসির হোসেন। তবে মাত্র পাঁচ রানের জন্য ৩০০ রান ছোঁয়া হলও না তাঁর। ২৯৫ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে নাসিরকে।
চতুর্থ দিনের শুরুতে বরিশালের বিপক্ষে দ্রুত গতিতেই রান তুলতে থাকেন নাসির। ২৯০ রান পার হওয়ার পর মনে হচ্ছিল রেকর্ডটা হয়েই যাবে। তবে ২৯৫ রানের মাথায় লিঙ্কন ডি সঞ্জয়ের বলে ফজলে রাবির হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় ট্রিপল সেঞ্চুরির স্বপ্ন।
৬০৩ মিনিট ক্রিজে থেকে খেলেছেন ৫১০ বল। ৩২ চার ও ৩ ছয়ে সাজানো ইনিংস শেষ হয় খানিকটা আক্ষেপ নিয়েই।