প্রথম ট্রিপল সেঞ্চুরি হাতছানি দিচ্ছে নাসিরকে
বরিশাল-রংপুর (চট্টগ্রাম)
৩য় দিনশেষে
টস- বরিশাল (ব্যাটিং)
বরিশাল ১ম ইনিংস ৩৩৫ (সোহাগ ৯৯, নুরুজ্জামান ৫৮, আল-আমিন ৫০, শুভাশীষ ৩/৫৪, তানভীর ৩/৫৩, আরিফুল ৩/৬৮)
রংপুর ১ম ইনিংস ৫৭০/৫ (নাসির ২৭০*, আরিফুল ১৬২, মনির ৩/১৫১)
ক্যারিয়ারসেরা ব্যাটিং করে অপরাজিত আছেন নাসির হোসেন। চট্টগ্রামে জাতীয় লিগের ম্যাচে তৃতীয় দিনশেষে ২৭০ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশে প্রথম শ্রেণিতে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি উঁকি দিচ্ছে তাকে। ২০০৭ সালে এখন পর্যন্ত একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি করেছিলেন রকিবুল হাসান। এর আগে নাসিরের সর্বোচ্চ ছিল ২০১, গত মৌসুমে করেছিলেন সেটা। ৪৭০ বল খেলেছেন, ক্রিজে আছেন ৫৪৮ মিনিট ধরে। ২৯টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়। ৩৫১ বলে পূর্ণ করেছেন ডাবল সেঞ্চুরি।
আগেরদিন ১০১ রানে অপরাজিত ছিলেন নাসির। ৫ম উইকেটে আরিফুল হকের সঙ্গে গড়েছেন ৩৬৮ রানের জুটি। এ মৌসুমে যে কোনও উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন আরিফুলও। খুলনার হয়ে দারুণ বিপিএল কাটানো আরিফুল ফর্ম টেনে এনেছেন জাতীয় লিগের শেষ রাউন্ডেও। ১৬২ রান করে কামরুল ইসলামের বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়েছেন তিনি।
দিনশেষে ২৩৫ রানে এগিয়ে আছে রংপুর।