মেহেদির দশে খুলনার টানা তিন
ঢাকা-খুলনা (বিকেএসপি)
টস- খুলনা (ফিল্ডিং)
ঢাকা প্রথম ইনিংস ১১৩ অল-আউট (রকিবুল ২৮, শুভাগত ২১, মিরাজ ৭/২৪, মুস্তাফিজ ২/১৬) ও ২৯৭ অল-আউট (রকিবুল ৫৮, তাইবুর ৫১, মিরাজ ৩/৮৯)
খুলনা ১ম ইনিংস ৪৫৯/৮ ডিক্লে. (এনামুল ২০২, মেহেদি ১৭৭, শরিফ ৩/৭০, শুভাগত ৩/৮১)
জাতীয় লিগের শিরোপা জিতেছে খুলনা। শেষ রাউন্ডের ম্যাচে ঢাকাকে ইনিংস ও ৪৯ রানে হারিয়েছে খুলনা। বিকেএসপির ম্যাচশেষে খুলনার পয়েন্ট ৫৮, ঢাকার ৫৪।
শেষদিনে খুলনাকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাতে ঢাকার প্রয়োজন ছিল ১৭৭ রান, আর ছিল ৬ উইকেট। মোহাম্মদ শরিফের ৪৭, নাদিফ চৌধুরির ৪৩ ও তাইবুরের ৫১ রান মিলিয়েও খুলনা মোট তুলেছে ২৯৭ রান। গুটিয়ে গেছে লাঞ্চের আগেই।
প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ১০ উইকেট পূর্ণ করেছেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচসেরাও হয়েছেন তিনিই। ক্যারিয়ারে মিরাজের এটি তৃতীয় দশ উইকেট প্রাপ্তি। এর আগে প্রথম ইনিংসে ১১৩ রানে গুটিয়ে যাওয়া ঢাকা চাপা পড়েছিল খুলনার ব্যাটিং তোপে। শেষরক্ষা হয়নি তাদের।
এ নিয়ে টানা তৃতীয়বার জাতীয় লিগের শিরোপা জিতলো খুলনা।