• জাতীয় লিগ ২০১৭
  • " />

     

    মৌসুমের দ্বিতীয় ডাবল এনামুলের

    মৌসুমের দ্বিতীয় ডাবল এনামুলের    

    ঢাকা-খুলনা (বিকেএসপি) 
    টস- খুলনা (ফিল্ডিং) 
    ঢাকা প্রথম ইনিংস ১১৩ অল-আউট (রকিবুল ২৮, শুভাগত ২১, মিরাজ ৭/২৪, মুস্তাফিজ ২/১৬) ও ১৬৯/৪ (রকিবুল ৫৮, মুস্তাফিজ ১/২০) 
    খুলনা ১ম ইনিংস ৪৫৯/৮ ডিক্লে. (এনামুল ২০২, মেহেদি ১৭৭, শরিফ ৩/৭০, শুভাগত ৩/৮১)


    এ মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন তিনিই। এনামুল হক বিজয় এবার এক মৌসুমেই করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি। জাতীয় লিগে ঢাকার সঙ্গে ম্যাচে বিকেএসপিতে ২০২ রান করেছেন খুলনার ব্যাটসম্যান। 

    আগেরদিন ১৬৭ রানে অপরাজিত ছিলেন, সঙ্গী মেহেদি হাসানের রান ছিল ১৬৮। আজ আর ৯ রান যোগ করে মোহাম্মদ শরীফের বলে নাদিফ চৌধুরিকে ক্যাচ দিয়েছেন মেহেদি। তবে এনামুল শুভাগতর বলে আউট হওয়ার আগে পূর্ণ করেছেন ডাবল। 

    ২৫১ বল খেলেছেন, ক্রিজে ছিলেন ৪৫০ মিনিট। মারমুখি এনামুল ২৩টি চারের সঙ্গে মেরছেন ৪টি ছয়। এই দুইজনের পর মেহেদি হাসান মিরাজের ১৫ রানের ইনিংসটিই সর্বোচ্চ, ৮ উইকেটে ৪৫৯ রান নিয়েই ইনিংস ঘোষণা করে দিয়েছে খুলনা। 

    দিনশেষে রকিবুলের ফিফটির পর ১৭৭ রানে পিছিয়ে আছে ঢাকা। বাকি আছে ৬ উইকেট।