• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    কোচদের দোষ দিয়ে লাভ নেই : তাসকিন

    কোচদের দোষ দিয়ে লাভ নেই : তাসকিন    

    কোচদের দায় না দিয়ে নিজেদের বেশি পরিশ্রমের তাগিদ দিচ্ছেন পেসার তাসকিন আহমেদ। ঘাটতি থাকলে সেটা নিজেদের মাঝেই আছে বলে মনে করেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া এই পেসার আছেন বিশেষ ক্যাম্পের ১৪ জন পেসারের মাঝে। 

    নিদাহাস ট্রফিকে সামনে রেখে মিরপুরে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। মোট ১৯ জন ডাক পেয়েছেন, যেখানে মাত্র ৫ জন ব্যাটসম্যান। ক্যাম্পটাকে তাই বলা হচ্ছে পেসারদেরই ক্যাম্প। সেখানে বোলারদের দক্ষতা বাড়ানোর সঙ্গে ধারাবাহিকতা ধরে রেখে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। 

    মূলত দক্ষিণ আফ্রিকা সফরের সন্তোষজনক পারফরম্যান্স না দেখানোর কারণেই বাদ পড়েছিলেন তাসকিন। গতিকে নিজের শক্তির জায়গা মেনে এই পেসার বলছেন, সমস্যা ‘অ্যাকুরেসি’-তে। কাটিয়ে উঠতে চাচ্ছেন সেটাই, ‘আসলে পেস আমার শক্তির জায়গা। সেই সঙ্গে বৈচিত্র ও অ্যাকুরেসি। এমন না আমি ভালো করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। ইনশাআল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রমাণ করতে পেরেছিলাম, সামনে আরও ভাল কাঠামোয় নিজেকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

    তবে নিজের ঘাটতির দায় নিচ্ছেন নিজের ওপরই, ‘আসলে আমাদের নিজেদের দক্ষতার সমস্যা। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নাই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন, ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না।’

    এসব ঝামেলা কাটিয়ে উঠতে পেস ক্যাম্প কাজে দেবেই বলে ধারণা তার, ‘আসলে পেসারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভালো হচ্ছে। কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের “মার্ক আউট” করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না। এখানে অ্যাকুরেসি ও বৈচিত্র নিয়ে অনেক কাজ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে সবার শতকরা হার ভাল। আশা করি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে।’

    ‘আসলে আমি মনে করি, গত চার বছরের অভিজ্ঞতায় বাস্তবায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা চাচ্ছি সেটা করতে না পারলে যত পরিকল্পনাই না হোক পারব না। এজন্যই বেশি পরিশ্রম হচ্ছে, অ্যাকুরেসি আর বৈচিত্র নিয়ে বাড়তি কাজ করছি। আমরা নিজেদের সাধ্যমত চেষ্টা করছি। ক্যাম্পটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, আশা করি এটা অনেক কাজে দেবে।’