'এক ম্যাচ নিষিদ্ধ করলেই সতর্ক হবেন সবাই'
ম্যাচের ফলাফল ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে সেই ঘটনাটাই। ড্রেসিংরুমে যাওয়ার পথে ডেভিড ওয়ার্নার- কুইন্টন ডি ককের উত্তপ্ত বাক্য বিনিময় এখন ক্রিকেট মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। দোষী আসলে কে? এ নিয়ে ম্যাচ শেষে দুই পক্ষের মাঝে খানিকটা কাদা ছোড়াছুড়িও হয়েছে। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ বলছেন, এরকম আচরণের জন্য ক্রিকেটারদের নিষিদ্ধ করাই সমস্যার একমাত্র সমাধান।
ম্যাচ রেফারিকে আরও বেশি কঠোর হতে বলছেন ক্যাটিচ, ‘ম্যাচ রেফারিকেই পুরো ব্যাপারটার দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে কমপক্ষে এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হলে সব ক্রিকেটারই সতর্ক হবেন। এরকম আচরণ যে খেলার মাঠে করা একেবারেই উচিত না, সেটা তাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত।।’
একজন শাস্তি পেলে পুরো দলের ওপর সেটার প্রভাব পড়বে বলেই বিশ্বাস ক্যাটিচের, ‘ দলের যেকোনো একজন নিষেধাজ্ঞা পেলেই ভবিষ্যতে এরকমটা হবে না। সতীর্থকে টেস্ট ম্যাচ না খেলতে দেখলে দলের বাকিরাও তাঁর অভাবটা বুঝবে। পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখলেই তারা সতীর্থকে নিজেরাই বাধা দেবে।’
এদিকে ওয়ার্নার- ডি ককের ঘটনার পাশাপাশি আলোচিত হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দিকে নাথান লায়নের বল ফেলে দেওয়া। ক্ষমা চাইলেও লায়নকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তবে ডি ভিলিয়ার্সের রান আউটের পর তাঁর দিকে তেড়েফুঁড়ে আসা ওয়ার্নারকে কোনো শাস্তি দেওয়া হয়নি।