• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'পিএসজিকে প্রমাণ করতে হবে টাকাই আমাদের সব নয়'

    'পিএসজিকে প্রমাণ করতে হবে টাকাই আমাদের সব নয়'    

    বার্নাব্যুতে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ৩-১ গোলে। ঘরের মাঠে পিএসজির কাজটা আরও কঠিন করে তুলেছে নেইমারের ইনজুরি। জিততে তো হবেই, জয়টাও আসতেও হবে বড় ব্যবধানে। পিএসজি ডিফেন্ডার দানি আলভেজ বলছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেই তাদের প্রমাণ করতে হবে, টাকাই পিএসজির সবকিছু নয়।

     

     

    গত কয়েক মৌসুমে পানি মতো টাকা খরচ করে দলকে শক্তিশালী করেছে পিএসজি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে মৌসুমের শুরুতে কেনা হয়েছে ২২২ মিলিয়নে। ‘নিন্দুকেরা’ অবশ্য প্রায়ই অভিযোগ করেন, পিএসজির দৌড় নাকি মাঠের বাইরে টাকা খরচ করা পর্যন্তই।

    আলভেজ আজকের ম্যাচেই নিন্দুকদের জবাবটা দিয়ে দিতে চান, ‘আজকের মতো ম্যাচেই পিএসজি প্রমাণ করতে পারে যে শুধু টাকাটাই তাদের সবকিছু নয়। আমি নিজেই পিএসজিতে এসেছি নতুন চ্যালেঞ্জের স্বাদ পেতে, এটা টাকা দিয়ে কেনা যায় না। ক্লাবের ইতিহাস বদলে দিতেই আমাদের এখানে আসা।’

    ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে পিএসজি, আলভেজের বিশ্বাস এমনটাই, ‘আমাদের দলের এই সামর্থ্য রয়েছে। আজ ইতিহাস গড়ার দিন। প্রথম লেগে যা হয়েছে সেটা আর হবে না। আমাদের হাতে এখনো ৯০ মিনিট সময় আছে। এটাকেই অনুপ্রেরণা হিসেবে ধরতে হবে।’