• লা লিগা
  • " />

     

    মাদ্রিদিস্তারাই চান না, নেইমার রিয়ালে আসুক

    মাদ্রিদিস্তারাই চান না, নেইমার রিয়ালে আসুক    

    গুঞ্জনটা ভাসছিল বেশ কিছুদিন থেকেই। পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর সেটির পালে লেগেছে আরও জোর হাওয়া। নেইমারকে সামনের মৌসুমেই রিয়াল মাদ্রিদ দলে চাইছে, গুজবটা শোনা যাচ্ছে ভালোমতোই। তবে রিয়াল সমর্থকদের যে তাতে সমর্থন আছে, সেটা কোনোভাবেই বলা যাচ্ছে না। মাদ্রিদ ভিত্তিক দৈনিক এএসের একটা জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মাদ্রিদিস্তাই চান না নেইমার আসুক।

    সম্প্রতি এএস যে জরিপ চালিয়েছে, তাতে জানা গেছে ৯৬ হাজার ভোটের মধ্যে নেইমারকে আনার পক্ষে ভোট এসেছে ৩৯ হাজার, মোট ভোটারের ৪০.২৭ শতাংশ। আর বিপক্ষে ভোট এসেছে ৪৭,৭৭৪, মোট ভোটারের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি।

    নেইমার অবশ্য রিয়ালে ফিরতে চান কি না, তা নিশ্চিত নয়। এমনও শোনা যাচ্ছে, আবার বার্সাতেই ফিরতে চাচ্ছেন। তবে এএস সহ আরও কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম বলছে, নেইমারকে আনতে রিয়াল ৪০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি। কিন্তু শেষ পর্যন্ত নেইমার কি পিএসজিতেই থাকবেন? নাকি রিয়াল বা অন্য কোথাও হবে তাঁর ঠিকানা? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন।