• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    মাহমুদউল্লাহও বলছেন 'ব্র্যান্ড'-এর কথা

    মাহমুদউল্লাহও বলছেন 'ব্র্যান্ড'-এর কথা    

    শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা আর দশটা জয়ের মতো নয়, অন্তত রেকর্ড বলবে সেটাই। তবে বাংলাদেশী ক্রিকেটাররাও বলছেন, এ জয়টা একটু ভিন্ন। এ জয় তাদের দরকার ছিল। এ জয় দিয়েই তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে চান। 

    তামিম ইকবাল বলেছিলেন আগেই। এবার বলছেন অধিনায়ক মাহমুদউল্লাহও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান তারা। সে পরিকল্পনায় অনেকখানি রসদ ঢেলেছে শ্রীলঙ্কার সঙ্গে ২১৪ রান তাড়া করে জয়টিই। 

    ভারতের সঙ্গে ম্যাচের আগে মাহমুদউল্লাহ বলছেন, ‘আমরা এই সফরের আগে একটা বাংলাদেশ ব্র্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বলেছিলাম। আমাদেরকে হিসাব করে ঝুঁকিগ্রহণে স্মার্ট হতে হবে- বিশেষত কোন বোলারকে আপনি আক্রমণ করবেন সেটা ঠিক করতে। আমাদের পাওয়ার হিটার নেই, সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের স্কিল আছে, সেটা দেখাতে আমাদের স্মার্ট হতে হবে।’ 

    ‘আমাদের জয়টা দরকার ছিল। জয়ের তাড়নাটাই সবাইকে এগিয়ে নিয়ে গেছে- ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট- সবাইকেই। আমরা আমাদের সামর্থ্যে বিশ্বাস করি। একটা ধাপ এগিয়ে গেছি। এখন পরের ম্যাচে এই ইতিবাচকতা ধরে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’ 

    ২১৪ রান তাড়া করে জয়ে মুখ্য ভূমিকাটা পালন করতে হয়েছে ব্যাটসম্যানদেরই। তবে মাহমুদউল্লাহ তাকিয়ে থাকবেন বোলারদের দিকেও, ‘উইকেট ব্যাটসম্যানের জন্য বেশি উপযুক্ত, কিন্তু ভারতীয় বোলাররা বল থেকে পেস কমিয়ে ফেলছে, যেটা আমরাও চেষ্টা করতে পারি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্পিনার নাজমুল ইসলাম ও মেহদি হাসান যখন বোলিং করছিল, ২০টির মতো বল হয়েছিল, যেগুলোতে বাউন্ডারি হয়নি। কিন্তু তবুও আমার মনে হয়, আমাদেরকে চেষ্টা বাড়াতে হবে, আর আমাদের বোলাররা এটা করতে পারে।’