ইয়াসিনের ইতিহাসের দিনে অসহায় আবাহনী
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ অফ ক্রিকেটার্স, ফতুল্লা
টস- গাজী গ্রুপ অব ক্রিকেটার্স (বোলিং)
আবাহনী লিমিটেড ২৬.১ ওভারে ১১৩ ( শর্মা ৪৬, মিথুন ৪০, ইয়াসির ৮/৪০)
গাজী গ্রুপ ২৯.২ ওভারে ১১৪/২ ( জহুরুল ৫২*, ফাওয়াদ ৩৯*, মাশরাফি ১/১৮)
গাজী ৮ উইকেটে জয়ী
অভিজ্ঞতা মাত্র ২টি ‘লিস্ট এ’ ম্যাচের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ১৯ বছর বয়সী ইয়াসিন আরাফাত মিশুর অভিজ্ঞতার ঝুলিটা ভারী না হলেও আজ গড়েছেন অনন্য এক রেকর্ড। আবাহনী লিমিটেডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম বোলার হিসেবে 'লিস্ট এ' ক্রিকেটে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তার বোলিং তোপেই আবাহনীর বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ। গাজীর জয়ের দিনে মৌসুমের তৃতীয় হারের স্বাদ পেলো আবাহনী।
নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ১২ রানের মাথায় সাইফ হাসানকে আউট করে আবাহনীকে প্রথম ধাক্কা দেন ইয়াসিন। পরের ১৩ বলে পড়েছে আরও ৪ উইকেট, রান ওঠেনি একটিও! ইয়াসিন নিয়েছেন এর মাঝে তিনটি। নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন তার বলে ফিরেছেন রান না করেই।
৫ ওভারের মাঝেই ৫ উইকেট হারিয়ে আবাহনী তখন দিশেহারা। মহা বিপদে ত্রাতা হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ মিথুন ও মনন শর্মা। খানিকটা আক্রমণাত্মক ব্যাটিং করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছিলেন ইয়েসিনদের। দুইজনের ৫৩ রানের জুটিতে ১০০ পেরুনোর আশা জাগে আবাহনীর। ১৪তম ওভারে ৭ চার ও এক ছয়ে ৪০ রান করা মিঠুনকে ফিরিয়ে জুটি ভাঙেন টিপু সুলতান। এরপর আবাহনীর ইনিংস টিকেছে ১৩ ওভার, পরের চারটি উইকেটই গেছে ইয়েসিনের ঝুলিতে। ৮ ওভার ১ বলে ৪০ রান দিয়ে ইয়েসিন পেয়েছেন ৮ উইকেট।
ফতুল্লায় ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানের মাঝে ২ উইকেট হারায় গাজী। জহুরুল ইসলাম ও ফাওয়াদ আলম আর বিপদ আসতে দেননি। ৬ চার ও এক ছয়ে ৭৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন জহুরুল। ৩ চার ও এক ছয়ে ৭৩ বলে ৩৯ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ফাওয়াদ।