• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    'ডেথ ওভারের খরুচে বোলিংয়েই হেরেছে বাংলাদেশ'

    'ডেথ ওভারের খরুচে বোলিংয়েই হেরেছে বাংলাদেশ'    

    প্রথম ১০ ওভারে উঠলো ৭১, পরের ১০ ওভারে ১০৫। এর মাঝে শেষ ৫ ওভারেই ভারত করে ৫৯ রান। ডেথ ওভারে রনি-মুস্তাফিজদের খরুচে বোলিংয়ে বাংলাদেশকে ১৭৭ রানের লক্ষ্য দেয় ভারত। মুশফিকের অপরাজিত ৭২ রানেও শেষরক্ষা হয়নি, বাংলাদেশ হেরেছে ১৭ রানে। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, ইনিংসের শেষভাগে ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত।

    ভারতকে আরেকটু কম রানে আটকে দিলেই জয়ের কাছে যেতে পারত বাংলাদেশ, বিশ্বাস মাহমুদউল্লাহ্‌র, ‘বল হাতে শুরুটা ভালোই করেছিলাম। শেষ কয়েক ওভারে এসেই অনেক বেশি রান দিয়ে ফেলেছি। আর ১০ রান কম দিলেই ফল অন্যরকম হতে পারত।’

     

     

    মুশফিক লড়ে গেছেন একাই। তার সাথে আরেকজন জ্বলে উঠলে জয়ের সম্ভাবনা বেড়ে যেত বলেই ধারণা মাহমুদউল্লাহর, ‘আমার মোট রানের প্রায় অর্ধেকই মুশফিক করেছে। টপ অর্ডারের আরেকজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যেত, জয়ের রাস্তাটাও সহজ হতো। আমাদের এই লক্ষ্যটা তাড়া করে জয় পাওয়া উচিত ছিল। তামিম শুরুটা ভালো করলেও পরের কেউই সেটাকে ধরে রাখতে পারেনি। আর একজন যদি ২৫ কিংবা তার চেয়ে বেশি রানের একটা ইনিংস খেলত, সেটাই ম্যাচের পরিস্থিতি বদলে দিত। বোলিং ব্যাটিং দুই জায়গাতেই উন্নতির অনেক জায়গা আছে। আমরা এখন সামনের ম্যাচের দিকেই মনোযোগটা দিচ্ছি। পরিকল্পনা ধরে এগোতে পারলে ভালো ফল আসবেই।’

    আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের জয়ী দলই ফাইনাল খেলবে ভারতের সাথে।