• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ১২ মিনিট ধরে 'ঐতিহ্য' শেখালেন মরিনহো!

    ১২ মিনিট ধরে 'ঐতিহ্য' শেখালেন মরিনহো!    

    সেভিয়ার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ থেকে বিদায় নেওয়ার পর নিজের পক্ষে সাফাই গাইতে হোসে মরিনহো বেছে নিয়েছেন দারুণ এক রাস্তা! আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন একটি নোটপ্যাড নিয়ে। সেটা দেখে দেখেই ১২ মিনিট ধরে ব্যাখ্যা করেছেন কেন তিনিই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সঠিক ম্যানেজার! 

    মরিনহোর মতে 'ফুটবল ঐতিহ্যের' ঘাটতি আছে ম্যান ইউনাইটেডে। এ কারণেই শিরোপা জেতা হচ্ছে না তাদের। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়াটাই 'ঐতিহ্যের' অভাব থাকায় হয়েছে বলেই মনে করছেন ইউনাইটেড ম্যানেজার! 

    "ফুটবলে একটা ঐতিহ্যের ব্যাপার আছে। শেষবার ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ইউনাইটেড। ২০১১ সালের ২০১২ তে গ্রুপ পর্ব থেকে বাদ। ২০১৩ তে ওল্ড ট্রাফোর্ডেই শেষ-১৬ তে বিদায়, তখন আমি ছিলাম প্রতিপক্ষ দলের ম্যানেজার। 

    "২০১৪ তে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ২০১৫ তে ইউরোপিয়ান ফুটবলেই ছিল না তারা। ২০১৬ তে আবারও ফিরলো ইউনাইটেড, কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে গেল ইউরোপা খেলতে। সেখানেও দ্বিতীয় পর্ব থেকে বিদায়। ২০১৭ তে আবারও ইউরোপা লিগ, কিন্তু এবার আমার সাথে শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগে ফেরত গেল। ২০১৮ তে সম্ভাব্য ১৮ পয়েন্টের ভেতর ১৫ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল। এরপর শেষ-১৬ তে ঘরের মাঠে হেরে গেল। 

    "তার মানে গত সাত বছরে চার জন ম্যানেজারের অধীনে একবার বাছাই করতে পারল না ইউরোপিয়ান ফুটবলে, দুইবার গ্রুপ পর্ব থেকে বাদ আর সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে উঠতে পারা- এটাই ঐতিহ্য।" - নিজের আনা নোটবুক দেখে ফুটবল ঐতিহ্যের ব্যাখ্যা দিলেন মরিনহো। 

    চ্যাম্পিয়নস লিগের পর মরিনহো ফিরলেন প্রিমিয়ার লিগে, ম্যানচেস্টার সিটির চেয়ে কেন ১৬ পয়েন্টে পিছিয়ে আছে তার দল- জানালেন সেই কারণও। সেখানেও বললেন ঐতিহ্যের কথা, "শেষবার লিগ জেতার পর চার মৌসুমে ইউনাইটেডের লিগে অবস্থান ছিল সাত, চার, পাঁচ, ছয়ে। মানে সেরা সাফল্য চারে থাকা। এটাই ঐতিহ্য। 

    "অথচ শেষ সাত বছরে লিগে সিটির সবচেয়ে বাজে অবস্থান ৪ নম্বর হওয়া। আর এই সময়ে সিটি লিগ জিতেছে দু'বার, এবার সহ ধরলে তিনবার। আর দ্বিতীয় হয়েছিল দুবার। এটাও ঐতিহ্য। 

    "ঐতিহ্য কাকে বলে জানেন? অটামেন্ডি, ডি ব্রুইন, স্টার্লিং, সিলভা, আগুয়েরো- এরা সব সিটির পুরনো বিনিয়োগ। শেষ দুই বছরের নয়। অথচ গত এক বছরে যারা ইউনাইটেড ছেড়েছে তাদের খোঁজ নিয়ে দেখেন, তারা কে কোথায় খেলে, আদৌ খেলে কী না।" লুই ফন গালের রেখে যাওয়া খেলোয়াড়দের জন্যই দলের ভারসাম্য নেই বলে মনে করেন মরিনহো। আর নিজের ব্যর্থতার কারণও সেটাই বলে মনে করেন তিনি। তবে ইউনাইটেড ছাড়ার সময় উত্তরাধিকারের জন্য একটা ভালো দল রেখে যাবেন মরিনহো, "যখন আমি ক্লাব ছাড়ব তখন নতুন ইউনাইটেড ম্যানেজার তার দলে পাবে লুকাকু, মাতিচ আর অবশ্যই ডি গিয়ার মতো খেলোয়াড়দের। এবং তাদের নিয়ে তারা অনেকদিন কাজও করতে পারবে। আর এসব খেলোয়াড়দের মনোভাব, আর চরিত্রেও থাকবে আমূল পরিবর্তন।"