• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    রাবাদার বেঁচে যাওয়ায় খুশি নন স্মিথ

    রাবাদার বেঁচে যাওয়ায় খুশি নন স্মিথ    

    তাকে আউট করে ‘আক্রমণাত্মক উদযাপনে’ কারণেই কাগিসো রাবাদা পেয়েছিলেন ডিমেরিট পয়েন্ট, হয়েছিলেন দুই ম্যাচ নিষিদ্ধ। তবে গতকালই আপিলে জিতে নিষেধাজ্ঞার খড়গ উঠে গেছে রাবাদার ওপর থেকে। যে স্মিথের সাথে ঘটনা নিয়ে নিষেধাজ্ঞা, সেই স্মিথ রাবাদার শাস্তি কমায় একেবারেই খুশি নন।

     

     

    দ্বিতীয় টেস্টে স্মিথকে আউট করার পর তার দিকে তেড়েফুঁড়ে গিয়েছিলেন, মৃদু ধাক্কাও দিয়েছিলেন। ম্যাচ রেফারির নজর এড়ায়নি ঘটনাটি। পরবর্তীতে তিন ডিমেরিট পয়েন্ট ও জরিমানার শাস্তি শোনেন রাবাদা, সিরিজের শেষ দুই টেস্টেও নিষিদ্ধ হন। আপিলের পর আইসিসি বলছে, স্মিথের বিপক্ষে রাবাদার উদযাপনে 'আপত্তিকর' কিছু খুঁজে পাওয়া যায়নি।

    আইসিসির এই সিদ্ধান্তে হতবাক স্মিথ, ‘আইসিসি তো একটা সীমা বেধেই দিয়েছে তাইনা? ওই উদযাপনের সময় সে আমাকে ধাক্কা দিয়েছিল। ফুটেজে যতটুক বোঝা যায়, তার চেয়েও জোরে ছিল ধাক্কাটা। এরকম উদযাপনের কোনো মানেই হয় না! আমি কখনোই আমার বোলারদের বলবো না আউটের পর ব্যাটসম্যানের দিকে এগিয়ে দিয়ে এরকম কিছু করতে। এটা কোনোভাবেই খেলার অংশ না।’

    রাবাদার শাস্তি উঠে যাওয়ার আক্রমণাত্মক উদযাপনের সংখ্যা বাড়বে বলেই আশংকা স্মিথের, ‘যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটায় এরকম ঘটনা আরও বাড়বে। এতে ক্রিকেটেরই ক্ষতি।’

    আগামীকাল কেপটাউনে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজে এখন ১-১ এ সমতা।