• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'স্মিথের সাথে শাস্তি হওয়া উচিত দলের সিনিয়রদেরও'

    'স্মিথের সাথে শাস্তি হওয়া উচিত দলের সিনিয়রদেরও'    

    তাদের আসলে হয়েছিলটা কী? ‘ব্রেইন-ফেড’ নাকি অন্যকিছু? ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিং কেলেঙ্কারির পর উঠেছে অনেক প্রশ্নই। সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের কথা স্বীকারও করেছেন ব্যানক্রফট। ব্যাপারটা যে স্মিথের অগোচরে হয়নি, সেটা জানিয়েছেন খোদ অস্ট্রেলিয়ান অধিনায়কও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, এটা রীতিমত জেনেশুনে প্রতিপক্ষের সাথে প্রতারণা করা।

     

     

    রিভার্স সুইং পাওয়ার জন্যই ব্যানক্রফটকে এমনটা করতে বলেছিলেম স্মিথ। ভবিষ্যতে এমন হবে না বলেও ‘প্রতিজ্ঞা’ করেছেন। তবে অস্ট্রেলিয়ান বোলারদের সুইং পেতে টেম্পারিংয়ের আশ্রয় নেওয়ার প্রয়োজন ছিল না বলেই মানছেন ক্লার্ক, ‘এটা পরিকল্পিত প্রতারণা। জঘন্য একটা ব্যাপার ঘটিয়েছে অস্ট্রেলিয়া। কেউ এটাকে সমর্থন করবে না। আমাদের তো বিশ্বের সেরা বোলিং অ্যাটাক আছে। আমাদের কাউকে হারানোর জন্য প্রতারণা করার তো দরকার নেই!’

    আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন হয়নি ব্যানক্রফটের। এর মাঝেই জড়িয়ে গেলেন এমন ঘটনায়। তার মতো তরুণকে দিয়ে এই কাজ করানো একেবারেই উচিত হয়নি বলে জানালেন ক্লার্ক, ‘সে মাত্র ৮ টা টেস্ট খেলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না দলের সিনিয়ররা তার মতো নতুন সদস্যকে দিয়ে এসব করিয়েছে!’

    এই ঘটনার পর দায়িত্ব ছাড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্মিথ সরাররি ‘না’ বলে দিয়েছেন। ক্লার্ক অবশ্য বলছেন, শুধু স্মিথ নন, এই ঘটনার সাথে জড়িত দলের অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, ‘যদি স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়, তাহলে দলে নেতৃত্ব দেওয়া অন্য সিনিয়রদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। স্মিথকে বরখাস্ত করলে এমন কারো হাতে নেতৃত্ব দেওয়া যাবে না যারা নিজেরাই ঘটনার সাথে জড়িত। এরকম ঘটনা যেন আর না ঘটে সেই ব্যাপারে বেশি মনোযোগ দেওয়া উচিত।’