• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    স্মিথকে বরখাস্তের নির্দেশ দিল অস্ট্রেলিয়া সরকার

    স্মিথকে বরখাস্তের নির্দেশ দিল অস্ট্রেলিয়া সরকার    

    স্মিথের সেই ‘স্বীকারোক্তি’ যে বিপদ ডেকে আনবে, তা আঁচ করতে পেরেছিলেন সবাই। বল টেম্পারিংয়ের দায়ভার নিজেদের কাঁধে নেওয়ায় এবার ভালোমতোই ফাঁসছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অস্ট্রেলিয়া স্পোর্টস কমিশন আজ দেশটির ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে, অধিনায়কের পদ থেকে স্মিথকে যত দ্রুত সম্ভব বরখাস্ত করতে।

     

     

    ব্যানক্রফটের বল টেম্পারিংয়ের ব্যাপারে অবগত ছিলেন দলের ‘নেতৃস্থানীয়’ সবাই, সংবাদ সম্মেলনে স্মিথের এমন মন্তব্য হইচই ফেলে দিয়েছে। শুধু স্মিথ নয়, ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশন, ‘কোনো ধরনের প্রতারণা আমরা সহ্য করব না। আমরা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের থেকে এমনটা আশা করি না। এখনই স্মিথকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করার জন্য বলা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। একই সাথে দলের যারা এর সাথে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা হোক। এছাড়া এই ঘটনায় বিশেষ তদন্তও চলবে।’

    কাল স্মিথ বলেছিলেন, এমন ঘটনার পড়েও পদত্যাগ করবেন না। স্মিথের অধিনায়কত্ব এখন কতদিন টেকে, সেটা সময়ই বলে দেবে।