• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার

    সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার    

    কেপটাউনে একের পর বোমা ফাটছেই। বল টেম্পারিংয়ের দায় কাল সংব্দ সম্মেলনে স্বীকার করেছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এর মধ্যেই দায়িত্ব ছেড়ে দিতে বলেছেন স্মিথকে। কেপ টাউন টেস্টের চতুর্থ দিন শুরুর আগেই এলো ঘোষণা, এই টেস্টে আর অধিনায়ক থাকছেন না স্মিথ। সহ অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ওয়ার্নারও। আপাতত বাকি দুই দিন অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার টিম পেইন। 

    ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সাদারল্যান্ড নিশ্চিত করেছেন খবরটি, ‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড টিম পেইনকে অধিনায়ক করেছে। এই ম্যাচের বাকি সময়ে স্মিথ ও ওয়ার্নার পেইনের অধীনেই খেলবেন।’

    অধিনায়কত্ব ছাড়লেও বিপদ কিন্তু পিছু ছাড়ছে না স্মিথের। পুরো ব্যাপারটি নিয়ে তদন্ত চলবে বলেই জানিয়েছেন সাদারল্যান্ড, ‘এরকম পরিস্থিতিতেও ম্যাচটা চলা দরকার। এর মাঝে তদন্তও চলতে থাকবে। আমাদের মতো সব অস্ট্রেলিয়ানই কিছু প্রশ্নের জবাব চান। আমরা সময়ের সাথে সাথে সব খবর তাদেরকে দেবো। আশা করি যা হয়েছে সেটার সঠিক তথ্য আমরা পাবো, সেই হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’