স্পেনের বিপক্ষেও খেলবেন না মেসি
মাদ্রিদে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছিলেন, ইতালির বিপক্ষে খেলতে না পারলেও স্পেনের সাথে মাঠে নামারই কথা ছিল লিওনেল মেসির। কিন্তু ইনজুরি আক্রান্ত মেসিকে নিয়ে আর ঝুঁকি নিচ্ছে না আর্জেন্টিনা। স্পেনের সাথে আজ রাতেও মাঠে নামছেন না আর্জেন্টিনা অধিনায়ক।
ফক্স স্পোর্টস আর্জেন্টিনাই নিশ্চিত করেছে এই খবর। বিশ্বকাপের গুরুত্ব মাথায় রেখেই স্পেনের বিপক্ষে বিশ্রামে যাচ্ছেন তিনি। ক্লান্তির কারণে মেসির হ্যামস্ট্রিংজনিত সমস্যা হতে পারে সন্দেহেই খেলানো হবে না মেসিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াও ইঙ্গিত দিয়েছেন শতভাগ ফিট না থাকলে মেসিকে মাঠে নামাবেন না হোর্হে সাম্পাওলি। ইউরোপিয়ান লিগেও গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি, আর্জেন্টিনার মতো বার্সেলোনাতেও তাই মেসির স্বাস্থ নিয়ে শঙ্কা আছে। তবে বার্সার কাছ থেকে মেসিকে বিশ্রাম দেওয়ার কোনো অনুরোধ আসেনি, বরং আর্জেন্টিনাই নিজেদের সিদ্ধান্তটা নিয়েছে বলে জানিয়েছেন তাপিয়া, "মেসি যদি শতভাগ ফিট না থাকে, তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। আমাদের কাছে বার্সেলোনা থেকে কোনো ফোন আসেনি। তারাও জানে যে আমরা মেসির সঠিক যত্নটাই নিচ্ছি।"