• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রেফারি রিয়ালকে ‘বাড়তি’ সুবিধা দিয়েছেন'

    'রেফারি রিয়ালকে ‘বাড়তি’ সুবিধা দিয়েছেন'    

    ক্ষোভ ছিল, হতাশাও ছিল। দুটোর বহিঃপ্রকাশ রেফারি ও রিয়াল মাদ্রিদ ফুটবলারদের ওপর ভালোভাবেই ঝেড়েছেন জর্জিও কিয়েলিনি। পেনাল্টির সেই সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর কিয়েলিনি বলছেন, রেফারি রিয়ালকে ‘বাড়তি’ সুবিধা দিয়েছেন, এটা নাকি রীতিমত ডাকাতি!

    প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে ছিল দল। দ্বিতীয় লেগে বার্নাব্যুতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল তুরিনের ওল্ড লেডিরা। রিয়ালের জালে ৩ বার বল জড়ালে ম্যাচে তখন টানটান উত্তেজনা। শেষ মুহূর্তে গিয়ে পেনাল্টি পেলো রিয়াল, তর্কে জড়িয়ে লালা কার্ড দেখলেন বুফন।  তর্কের এক পর্যায়ে রোনালদোর দিকে আঙুল তুলে 'টাকা দেওয়ার' ইঙ্গিত করেন কিয়েলিনি। সেই রোনালদোর গোলেই ভাঙল তাদের স্বপ্ন।

    এরকম হারের পর কিয়েলিনি বলছেন, চ্যাম্পিয়নস লিগে বরাবরই বেশি সুবিধা পেয়ে থাকে রিয়াল, ‘আমার ক্যারিয়ারে এরকম ডাকাতির স্বীকার আগে কখনোই হইনি। চ্যাম্পিয়নস লিগে সবসময় রিয়াল বাড়তি সুবিধা পায়, কখনোই এর ব্যতিক্রম হয়না। বায়ার্ন মিউনিখও হয়ত গত বছরের ঘটনাটা ভুলতে পারেনি। এতে আসলে অবাক হওয়ার কিছু নেই, গতবার বায়ার্ন ভুগেছে, এবার জুভেন্টাসের পালা!’