• আইসিসি মহিলা বিশ্বকাপ
  • " />

     

    চুরি যাওয়া কিটব্যাগ ফিরে পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান

    চুরি যাওয়া কিটব্যাগ ফিরে পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান    

    ধরুন আপনার ব্যাগটা চুরি হয়ে গেল। অর্থমূল্যে তেমন দামি কিছু নেই, তবে আছে দরকারি সব জিনিসপত্র, কাপড়-চোপড়। আর আছে আপনার দারুণ অর্জনের স্মারক, যেগুলো অমূল্য। আপনি হতাশ হবেনই। সেই ব্যাগটাই যদি ফিরে পান, নিশ্চয়ই আপনার স্বস্তিটা হবে অনেক বেশি! ইংলিশ ব্যাটসম্যান ট্যামি বিউমন্টের হয়েছে এমনই অভিজ্ঞতা। 

    ২০১৭ মহিলা বিশ্বকাপের সেরা ক্রিকেটারের কিটব্যাগটা চুরি হয়ে গিয়েছিল তার গাড়ি থেকে। অন্যান্য কিটের সঙ্গে সেখানে ছিল ইংল্যান্ডের হয়ে ৫০তম ওয়ানডে ও টি-টোয়েন্টির স্মারক ক্যাপটাও। মঙ্গলবার অনুশীলনে ঝক্কি পোহানোর চেয়েও ক্যাপ দুইটি হারানোর যন্ত্রণাই বেশি পোড়াচ্ছিল তাকে, টুইটারে তাই চেয়েছিলেন সাহায্য। 

     

     

    পরে আরেকটি টুইটে জানিয়েছেন ব্যাগ ফিরে পাওয়ার খবর। পাশের এক মাঠে ভেতরের জিনিসপত্রসহ কেউ একজন তার কিটব্যাগটা ফেলে গেছেন, লিস্টারশায়ার পুলিশ খুঁজে পেয়েছে সেটাই। 

    কিটব্যাগ ফিরে পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের হয়েও ৫০টি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।