• আইসিসি মহিলা বিশ্বকাপ
  • " />

     

    পাকিস্তানকে হারিয়ে কক্ষপথে বাংলাদেশের মেয়েরা

    পাকিস্তানকে হারিয়ে কক্ষপথে বাংলাদেশের মেয়েরা    

    দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্নের সিরিজে জেতা হয়নি কোনো ম্যাচ। এরপর এশিয়া কাপের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে শুরু। তবে পাকিস্তানের সঙ্গে আজ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা, আজ কুয়ালালামপুরে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছে।

    টসে জিতে আজ পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশই। ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান, নাহিদা খানকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। সেই ২২ রানে চলে যায় দ্বিতীয় উইকেট। ৫০ রানের মাথায় অধিনায়ক বিসমাহ মারুফকে ফিরিয়ে দেন ফাহিমা খাতুন। এরপর জাভেরিয়াকে ফিরিয়ে দেন সালমা, আর কায়নাত ইমতিয়াজ ফিরে যান রুমানার বলে। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। তবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।

    সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১৪ রানে হারিয়ে বসে আয়শাকে। এরপর ২৫ রানে ফারজানাও ফিরে গেলে একটু বিপদেই পড়ে যায়। তবে শামিমা ও নিগার, দুই সুলতানার ৩৬ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে। শামিমা ৩১ রানে আউট হয়ে গেলেও নিগার ফিরেছেন দলকে জিতিয়েই। ৩১ রানে অপরাজিত ছিলেন নিগার, ১৯ বলে ২৩ রান জয়ে তাঁর সঙ্গী ছিলেন ফাহিমা খাতুন। তার আগে বল হাতেও একটি উইকেট নিয়েছিলেন ফাহিমা, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।