ক্রেনে চড়েই দেখলেন প্রিয় ক্লাবের খেলা
খেলা দেখার জন্য আপনি কী কী করতে পারেন? নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে বিনা টিকেটে কিংবা দেয়াল টপকে মাঠে ঢোকা? তুরস্কের এক ফুটবল ভক্তের কান্ড ছাড়িয়ে গেছে সব পাগলামিকেই। স্টেডিয়ামে নিষিদ্ধ থাকায় মাঠের বাইরে বিশাল ক্রেনে চড়েই প্রিয় ক্লাবের খেলা উপভোগ করেছেন তিনি!
তুরস্কের ক্লাব ডেনিজলিস্পোরের ওই সমর্থককে নিজেদের মাঠে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্লাবটি। ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা তা অবশ্য জানা যায়নি। তবে মাঠে ঢুকতে না পারলে কি প্রিয় দলের খেলা দেখাই বাদ দিবেন?
নাহ, ঘরের মাঠে খেলা হচ্ছে আর তিনি দেখবেন না, তা কী হয় নাকি! স্টেডিয়ামের বাইরে তাই বিশাল এক ক্রেন নিয়ে হাজির হয়েছিলেন। ক্রেনের একেবারে ওপরে উঠে ক্লাবের পতাকা নাড়িয়ে পুরো সময়টাই সমর্থন জুগিয়ে গেছেন দলকে। তার এই পাগলাটে কান্ড নজর এড়ায়নি দর্শক ও ক্যামেরার।
এত কষ্ট করে খেলা দেখা অবশ্য বৃথা যায়নি তার। ডেনিজলিস্পোর জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। পরের ম্যাচে হয়ত আবারও ক্রেন নিয়ে হাজির হয়ে যাবেন তিনি!