রেঞ্জার্সের কোচ হচ্ছেন জেরার্ড
ফুটবল ছেড়েছেন দুই বছর হলো। লিভারপুলের যুব দলের কোচ হিসেবে গত বছর থেকে কাজ করছেন স্টিভেন জেরার্ড। এবার পুরোদমে কোচিংয়ের সাথে যুক্ত হতে চলেছেন। আগামী মৌসুমেই স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিতে পারেন তিনি।
৭ বছর আগে সর্বশেষ লিগ জিতেছিল রেঞ্জার্স। গত ১০ বারের দেখায় চিরপ্রতিদ্বন্দ্বী সেল্টিককে হারাতে পারেনি তারা। টানা দ্বিতীয়বারের মতো এবারো স্কটিশ লিগের শিরোপা নিয়ে যাচ্ছে সেল্টিক। বর্তমান কোচ গ্রায়েম মার্টিকে তাই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে ক্লাবটি।
নতুন কোচ হিসেবে জেরার্ডকেই পছন্দের তালিকার এক নম্বরে রেখেছে রেঞ্জার্স। জেরার্ডও নাকি সবুজ সংকেত দিয়েছেন তাদের। জেরার্ডের অধীনে আবারও শিরোপা ঘরে তুলবে ক্লাবটি, এমনটাই আশা কর্তৃপক্ষের।
আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। রেঞ্জার্সের কোচ হলে মুখোমুখি হতে হবে সাবেক গুরু ব্রেন্ডন রজার্সের, যিনি বর্তমানে সেল্টিকের কোচের দায়িত্বে আছেন।