• " />

     

    লিগের কোনো ম্যাচ না জিতে ব্রেচিনের 'রেকর্ড'!

    লিগের কোনো ম্যাচ না জিতে ব্রেচিনের 'রেকর্ড'!    

    অবস্থাটা একবার কল্পনা করুন। লিগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ক্লাব একটি ম্যাচেও জয় পায়নি! এই ‘ভয়াবহ’ অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে স্কটল্যান্ডের ক্লাব ব্রেচিন সিটিকে। স্কটিশ লিগের ইতিহাসে ১২৬ বছর পর প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না জিতে লিগ শেষ করল তারা।

     

     

    এই মৌসুমে ব্রেচিন খেলেছে ৩৬ টি ম্যাচ। এর মাঝে ৩২টিতেই হেরেছে তারা! ড্র করেছে বাকি ৪ টিতে, গোল হজম করেছে ৯০টি। গতকাল দ্বিতীয় বিভাগের লিগের শেষ ম্যাচে কুইন অফ সাউথের কাছে ৫-১ গোলে হেরেছে ব্রেচিন।

    ১৮৯২ সালে স্কটিশ লিগের ২২ ম্যাচের একটিতেও না জিতে লজ্জার রেকর্ড করেছিল ভেল অফ লেভেন। তাদের এই ‘রেকর্ড’ এত বছরেও ছুঁতে পারেনি কেউ। অবশেষের এই লজ্জার ভাগীদার হলও ব্রেচিনও।

    তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এমন মৌসুমের পড়েও ব্রেচিন তাদের কোচ ড্যারেন ডডসকে ছাঁটাই করবে না! ক্লাবের সভাপতি কেন ফার্গুসন জানিয়েছেন এমনটাই, ‘ব্রেচিন কখনোই কোচ ছাঁটাই করা ক্লাব হিসেবে পরিচিত ছিল না। কোচিং স্টাফ তাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছে। আমরা তো তাদের মাথা নিচু করে বিদায় নেওয়া দেখতে চাই না। পরের মৌসুমে আমরা আবারও ঘুরে দাঁড়াবো।’