• " />

     

    জয় দিয়েই শুরু রাজশাহীর

    জয় দিয়েই শুরু রাজশাহীর    

    সংক্ষিপ্ত স্কোর 

     সিলেট সিক্সার্স মাস্টার্স ১৬ ওভারে ১১২/৭ ( আনিসুল ৫১, মুশফিকুর ২/৩)

    এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স ১৪.১ ওভারে ১১৩/৪ ( আনিসুর ৩৭, খালেদ মাসুদ ১৯*)

    ফল- এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স ৬ উইকেটে জয়ী।

     

    ফরম্যাটটা একেবারেই আনকোরা। ক্রিকেট বিশ্ব যেখানে ১০০ বলের ইনিংসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা-সমালোচনায় মগ্ন, তখনই কক্সবাজারে এই নতুন ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামলেন খালেদ মাসুদ-হান্নান সরকাররা। ওয়ালটন মাস্টার্স ক্রিকেটের তৃতীয় আসরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্স মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স।

    টসে জিতে হান্নান সরকারের সিলেট সিক্সার্স মাস্টার্সকে ব্যাটিংয়ে পাঠায় মাসুদের রাজশাহী। দ্বিতীয় বলেই আলি আরমান রাজনের বলে শূন্য রানে ফেরেন অধিনায়ক হান্নান। এরপর শাহরিয়ার হোসেন- আনিসুল হাকিম খানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। ২১ বলে ১৯ রান করা শাহরিয়ার ফিরলে ভাঙ্গে ৫৭ রানের জুটি। ৭ রানের মাঝে পড়ে আরও ২ উইকেট। বহুল আলোচিত ১০ বলের ওভারটি হয় ইনিংসের ১০ম ওভারে, করেছেন এনামুল হক মণি, দিয়েছেন ১০ রান।

    সতীর্থদের এই আসা যাওয়ার মাঝে অবিচল ছিলেন শুধু আনিসুল হাকিম, ফিফটি করেছেন তিনি। ৪৬ বলে ৫১ রান করে মুশফিকুর রহমানের বলে প্যাভিলিয়নে ফেরেন। নির্ধারিত ১৬ ওভারে সিলেট করে ১১২ রান। ২ উইকেট নিয়েছেন রাজশাহীর এনামুল হক মণি ও মুশফিকুর রহমান।

    লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। ৩ রান করে হারুন অর রশিদ ফেরেন রান আউট হয়ে। এহসানুল হক ও আনিসুর রহমান এরপর যোগ করেন ৩৫ রান। ২৪ বলে ২৬ রান করা এহসানুলকে ফেরান সাইফুল্লাহ খান। ওয়াসেল উদ্দিনকেও দ্রুতই ফেরান সাইফুল্লাহ।

    তবে আনিসুর রহমান ও খালেদ মাসুদের ৪০ রানের জুটিই রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যায়। শেষ পর্যন্ত ক্রিজে না থাকলেও ৩ চার ও ১ ছয়ে ৩৫ বলে ৩৭ রান করা আনিসুরই হয়েছেন ম্যাচসেরা।খালেদ মাসুদ অপরাজিত থাকেন ১৯ রানে।

    একাডেমী মাঠে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে র' নেশন খুলনা মাস্টার্সকে ১ রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকা করে ৭ উইকেটে ১১৭ রান। ২৯ বলে ৩৯ রান করেন ফয়সাল হোসেন। ২১ রানে ২ উইকেট নেন খুলনার ফরিদ উদ্দিন। জবাবে নির্ধারিত ১৬ ওভার শেষে খুলনা তোলে ১১৬ রান। দলীয় সর্বোচ্চ ৩২ রান করেন নিয়াজ মোরশেদ।