ফিটনেসের দিকে নজর সৌম্যর
দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট বা ওয়ানডে- একটাও খেলা হয়নি সৌম্য সরকারের। এরপর বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেই। তবে এটা নিয়ে ভাবছেন না এই বাঁহাতি ওপেনার, নিজের দিক থেকেই ঠিকঠাক করতে চান সবকিছু।
সময়টা ভাল যাচ্ছেনা তার, স্বীকার করছেন এটা। কাজ করছেন সেটা মাথায় রেখেই, “কাজ তো করছি। কাজ করা হচ্ছে। আমার যারা স্যার আছেন, আগে বিকেএসপির স্যার, বিসিবিতে ফাহিম স্যার, আমি সবার সাথে কথা বলে কাজ করছি। আমার যেখানে যেখানে ঘাটতি আছে স্যাররা যেগুলো বলছেন, ওইগুলো নিয়ে বেশি কাজ করছি।”
বাড়তি মনোযোগ পাচ্ছে স্কিলও, “স্কিল নিয়ে একটু বেশি মনোযোগ দিচ্ছি। হ্যাঁ, খারাপ সময় এসেছে। আমার কাছে মনে হয় ভালো হয়েছে, খারাপটা তাড়াতাড়ি এসেছে। আমি এখান থেকেও যদি ফিরে আসতে পারি, তাহলে আমার জন্যই ভাল হবে।”
“এখন একটু ফিটনেস নিয়ে বেশি চিন্তা। ক্যাম্প শুরু হলে তারপর চিন্তা করবো যে, ওই সময় কী খেলা আছে। কাছাকাছি আসলে একটা লক্ষ্য নির্ধারনের পরিকল্পনা করবো। এখন কিছুদিন বিশ্রাম আছে। তারপর ফিটনেস ক্যাম্প। চিন্তা করছি, এখান থেকে নিজেকে আরও কতটুকু ফিট করা যায়। বাকি ছয়মাস যেন ওই ফিটনেসের উপর দিয়ে ভালো ভাবে চলে যেতে পারি।”
সৌম্যর ভাবনায় আছে চোটও, “এখনও চোটে পড়ি নাই। এখনও সুস্থ আছি। চেষ্টা করছি যে, সুস্থ কিভাবে থাকা যাবে। তার জন্য ফিট থাকতে হবে। ফিটনেসে একটু বেশি কাজ করছি। এখন অনেক গরম। তো ফিট থাকলে আমার কাছে মনে হয় নিজেকে ধরে রাখা সম্ভব।”
সামনে আফগানিস্তান সিরিজ, সৌম্য অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন নিয়মিতই। আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন তিনি, “অবশ্যই যদি টি- টোয়েন্টি হয় আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ হবে। কারণ তাদের বোলিং বিভাগ অনেক ভালো।”
তবে ভরসা রাখছেন নিজেদের ওপরও, “আমাদের দলও এখন অনেক ভালো। তারাও জানে কিভাবে তাদের সামলাতে হবে, কিভাবে খেলতে হবে। আসলে সবচেয়ে বড় কথা এখন আমরা জানি কিভাবে আধিপত্য বিস্তার করে খেলতে হয়। আমাদের দলের সবাই এখন যেভাবে খেলছে, সবার এখন যেমন আত্মবিশ্বাস, সেভাবে যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই তাদেরকে ভালোভাবে হারানো সম্ভব।”