ফাহিমার ৫ রানে ৮ উইকেট
প্রস্তুতি ম্যাচ, পচেফস্ট্রুম
বাংলাদেশ উইমেন ২৭০/২, ৫০ ওভার (ফারজানা ১০২*, রুমানা ১৩৬*)
নর্থ ওয়েস্ট উইমেন ১৮০ অল-আউট, ৪৫.৪ ওভার (ফোউরি ৬৪*, ফাহিমা ৮/৫)
বাংলাদেশ ৯০ রানে জয়ী
সফরটা বেশ লম্বাই বাংলাদেশের জন্য। ৫টি ওয়ানডের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি। ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডে ৪ তারিখ, এর আগে প্রস্তুতিটা দারুণ হলো বাংলাদেশের মেয়েদের। ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদের জোড়া সেঞ্চুরির পর ফাহিমা খাতুনের ৫ রানে ৮ উইকেটের বোলিংয়ে প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট উইমেনকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ, ৪ রানেই ২ উইকেট হারিয়ে পড়েছিল বেশ চাপে। এরপর আর উইকেটই পড়েনি। ১০ চারে ১৪৩ বলে ১০২ রান করেছেন ফারজানা, ১৪৪ বলে ২০ চারে ১৩৬ রান রুমানার। দুইজনের ২৬৬ রানের জুটিতেই শেষ হয়ে গেছে ইনিংস।
দক্ষিণ আফ্রিকার এই দলটা মূলত তরুণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই কোনও ক্রিকেটারই। তবে আফ্রিকার উদীয়মান দলে আছেন বেশ কয়েকজন।
দুইয়ে নামা তাজমিন ব্রিটস ও চারে নামা এলরিস ফোউরি দুইজনই পেয়েছেন ফিফটি। ৯৪ রানে দ্বিতীয় উইকেট পড়েছে তাদের, ১০১ রানে তৃতীয়টি। এরপরই ধস নেমেছে তাদের ইনিংসে, মূল হন্তারক সেখানে লেগস্পিনার ফাহিমা। তার বোলিং ফিগারটা এমন, ১০ ওভার, ৬ মেডেন, ৫ রান, ৮ উইকেট!
১০১ থেকে ১৩১ রানের ভেতরই নর্থ ওয়েস্টের পড়েছে ৭টি উইকেট। শেষ উইকেটেই এসেছে ৩১ রান, ১১ নম্বর ব্যাটসম্যানের অবদান সেখানে মাত্র ৩!