টানা দ্বিতীয় জয় পেল রাজশাহী
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ১৬ ওভারে ১১৪/৭ ( ওয়াসেল ২৮, মাসুদ ২৮, সজল ৩/২৪)
ঢাকা ১৪.৫ ওভারে ৯৯ ( রাশিদুল ২০, ফয়সাল ১৫, মুশফিকুর ৩/২০)
ফল-রাজশাহী ১৫ রানে জয়ী।
প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলেন তারা। দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালে বেক্সিমকো ঢাকা মাস্টার্সকে ১৫ রানে হারিয়েছে খালেদ মাসুদের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই হারুন অর রশীদকে হারায় রাজশাহী। পরের ওভারেই ফেরেন এহসানুল হক। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া রাজশাহীকে পথ দেখান কালকের ম্যাচের নায়ক আনিসুর রহমান ও ওয়াসেল উদ্দিন। অধিনায়ক খালেদ মাসুদও ছিলেন আক্রমণাত্মক।
আনিসুর করেন ২৫ বলে ২৫ রান, ওয়াসেল করেন ২৮ বলে ২৭। মাসুদ করেন ২৪ বলে ২৮ রান। শেষের দিকে নাইমুর রশিদের ঝড়ো ১৯ রানের সুবাদে ৭ উইকেটে ১১৪ রানের স্কোর দাঁড় করায় রাজশাহী। ঢাকার হয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন সজল চৌধুরী, ৩৪ রানে ২ উইকেট পান ফয়সাল হোসেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ঢাকার। ৩ ওভারের মাঝেই দুই উইকেট হারায় তারা, ২৪ রানে ফেরেন মেহরাব হোসেন অপিও। রাশিদুল হক সুমন ও ফয়সাল হোসেন এরপর দলের হাল ধরেন। রাশিদুল করেন ২৪ বলে ২০, ফয়সাল করেন ১৮ বলে ১৫। তবে বড় স্কোর করে দলকে জয়ের বন্দরে নেওয়ার আগে ফেরেন দুজনই।
শেষের দিকে চেষ্টা করেছিলেন সজল চৌধুরী ও তারেকুল ইসলাম। সজলের ৮ বলে ১৫ ও তারেকুলের ৭ বলের ১৪ রানের ইনিংসও ঢাকার হার এড়াতে পারেনি। সব উইকেট হারিয়ে ৯৯ রান তোলে খালেদ মাহমুদ সুজনের দল।