• " />

     

    পাকিস্তান নিয়ে 'সতর্ক' নিউজিল্যান্ড

    পাকিস্তান নিয়ে 'সতর্ক' নিউজিল্যান্ড    

    পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রস্তাব “সতর্কতার সঙ্গে বিবেচনা” করছে নিউজিল্যান্ড ক্রিকেট। অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ খেলার কথা নিউজিল্যান্ডের, যেখানে থাকতে পারে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই সিরিজটিই পাকিস্তানে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে এনজেডসিকে। 

    এনজেডসির এক মুখপাত্র বলেছেন, “এই মুহুর্তের তাদের অনুরোধের দিকগুলো বিবেচনা করছে এনজেডসি। নিরাপত্তা সংশ্লিষ্টরাসহ সরকার, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা পিসিবির প্রস্তাবের জবাব দিব।”

    ২০০২ সালের পর পাকিস্তানে সিরিজ খেলেনি নিউজিল্যান্ড। সে সিরিজটিও শেষ হয়েছিল নাটকীয়ভাবে, নিরাপত্তার হুমকিতে। দুই টেস্টের সিরিজ খেলার কথা থাকলেও এক টেস্ট খেলেই ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরুর সকালে হোটেলের বাইরে বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছিলেন, ১১জন ফরাসী প্রকৌশলিসহ। নিউজিল্যান্ড দল এই হামলার লক্ষ্য ছিল না বলে জানানো হয়েছিল, তবে সিরিজ সেখানে রেখেই ফিরে গিয়েছিলেন নিউজিল্যান্ড। পরের বছর অবশ্য তারা আবার গিয়েছিলেন পাকিস্তানে, ওয়ানডে সিরিজ খেলতে। 

    ২০০৯ সালে তাদের সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানে, তবে শ্রীলঙ্কার টিম বাসের ওপর হামলার পর তা বাতিল করা হয়। লাহোর আক্রমণের পরই পাকিস্তান থেকে নির্বাসনে যায় আন্তর্জাতিক ক্রিকেট, নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে সেই সিরিজটি খেলে তাদের দেশেই, যেটি ছিল পাকিস্তানের ‘হোম’ সিরিজ। এরপর থেকেই যাযাবর পাকিস্তানের ক্রিকেট।

    ২০১৫ সালে জিম্বাবুয়ের পর পাকিস্তান সুপার লিগের কিছু ম্যাচ হয়েছে পাকিস্তানে। এরপর শ্রীলঙ্কা একটি টি-টোয়েন্টি খেলেছে, আর ওয়েস্ট ইন্ডিজ খেলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

    তবে অস্ট্রেলিয়া অবশ্য পাকিস্তানের মাটিতে খেলার কথা আগেই নাকচ করে দিয়েছে। সামনে তাদেরও সীমিত ওভারের সিরিজ খেলার কথা পাকিস্তানের সঙ্গে, সেটা হবে আরব আমিরাতেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডই দুইটি দল, যারা সময়ের হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় পাকিস্তান যাওয়া থেকে বিরত আছে। ১৯৯৮ সালে শেষ গিয়েছিল অস্ট্রেলিয়া।